বিপিএল ২০১৯

ডি ভিলিয়ার্সের পেশাদারিত্বে আস্থা রফিকের

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:48 বৃহস্পতিবার, 17 জানুয়ারি, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের পেশাদারিত্বে বিশ্বাস আছে রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিকের। স্বল্প সময়ের ব্যবধানে মাঠে নামতে হলেও উইকেট কিংবা কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সময় নিবেন না ভিলিয়ার্স। 

দলের সাথে বৃহস্পতিবার যোগ দিয়ে শনিবারই মাঠে নামবেন ডানহাতি ব্যাটসম্যান ভিলিয়ার্স। প্রথম ম্যাচে মাঠে নামার আগে সময় পাচ্ছেন মাত্র দুই দিন। বিশ্বের বিভিন্ন কন্ডিশনে খেলে অভ্যস্ত প্রোটিয়া ক্রিকেটার ভিলিয়ার্স খুব সহজেই বুঝতে পারবেন উইকেটের আচরণ, বিশ্বাস রফিকের।

'ডি ভিলিয়ার্স আসায় অবশ্যই ব্যাটিং শক্তিশালী হবে। তবে এরপরেও এখানে যে উইকেট, সেই উইকেটে দেখা যাচ্ছে যে সময় লাগছে ব্যাটসম্যানদের।

'এরপরেও আমি বিশ্বাস করি যে তাঁরা অনেক পেশাদার এবং আর তাঁরা যেসব উইকেটটিতে খেলে তাতে নামলেই বুঝতে পারে যে উইকেট কিরূপ আচরণ করবে,' বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলন শেষে সাংবাদিকদের বলেছেন রফিক।

এদিকে গেল বার রংপুরকে একাই শিরোপা এনে দেয়া ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেন নি। তবে রফিক আশাবাদী সঠিক সময়ে ঠিকই জ্বলে উঠবেন গেইল। তাঁর ভাষায়,

'আপনারা তো দেখছেন যে গেইল যে ধরণের ক্রিকেট খেলে সেটাই খেলছে। হতে পারে তাঁর সময়টা খারাপ যাচ্ছে। তবে আমার বিশ্বাস যে সে জায়গামতো ঠিকই কাজ করে দিবে।'