বিপিএল ৬

বিপিএল খেলতে বাংলাদেশে পারনেল

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:33 বৃহস্পতিবার, 17 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

চলতি বিপিএল আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলতে বাংলাদেশে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েইন পারনেল।

বিপিএলের ড্রাফট তালিকা থেকে তাঁকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ১৮ তারিখের ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেকও হতে পারে পারনেলের। 

তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে বিপিএল ছাড়তে হচ্ছে প্রোটিয়া তারকা স্পিনার ইমরান তাহিরকে। যদিও বিপিএলে একটি ম্যাচেও খেলা হয়নি তাঁর। 

এবারের বিপিএলের শুরুতে বেশ তারকা সম্বিলিত দলই গঠন করেছিলো সিলেট সিক্সার্স। অস্ট্রেলিয়ান হার্ডহিটার ডেভিড ওয়ার্নার ছাড়াও দলটিতে রয়েছেন ইমরান তাহির,  মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরানদের মতো তারকারা। 

বর্তমানে ৫টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে সিলেট সিক্সার্স। পারনেল যোগ দেয়ায় এবার কিছুটা শক্তি বাড়ছে দলটির।

সিলেট সিক্সার্স স্কোয়াডঃ

লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।