বিপিএল

রংপুরকেও ভড়কে দিয়েছিল ওয়ার্নারের সব্যসাচী ব্যাটিং

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:06 বৃহস্পতিবার, 17 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

রংপুর রাইডার্সকে ২৭ রানের ব্যবধানে হারিয়েছে সিলেট সিক্সার্স। এই ম্যাচে ৭০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন লিটন দাস। তাঁর সঙ্গে ওয়ার্নারও খেলেছেন ৬১ রানের অপরাজিত ইনিংস। তবে, ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওয়ার্নারের ডানহাতি ব্যাটিং। 

রংপুর রাইডার্সকেও ভড়কে দিয়েছিল ওয়ার্নারের ডানহাতি ব্যাটিং। রংপুরের পেসার শফিউল ইসলাম সংবাদ সম্মেলনে জানিয়েছেন ওয়ার্নারের যে পরিকল্পনা ছিল তাতে তিনি সফল হয়েছেন। হঠাৎ ওয়ার্নারের ডানহাতি ব্যাটিং অবার করেছে তাদের।

'সে তো ডানহাতে ব্যাটিং করে। রিভার্স সুইপটা ভালো খেলে। সে সাফল্য পেয়েছে। সে ভড়কে দিতে দারুণ চেষ্টা করেছে। এটা অবাক হওয়ার মতোই। সে তাঁর পরিকল্পনা করে সাফল্য পেয়েছে।'

বাঁহাতি ডেভিড ওয়ার্নার অনেক সময়ই ডান হাতে ব্যাটিং করে সাফল্য পেয়েছেন। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলার পথেও ক্রিকেট বিশ্ব আবারও দেখল ডানহাতি  ওয়ার্নারকে।

মাত্র ৩৬ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে ইনিংসের ১৯ তম ওভারে গেইলের বলে বাঁহাতি ওয়ার্নার হঠাৎই 'ডানহাতি' হয়ে দেখা দিয়েছিলেন। ডান হাতে ব্যাট করেই গেইলকে একটি ছক্কা ও দুটি চার মেরেছেন।

যেকোনো হাতেই যে ওয়ার্নার খেলতে পারেন, তার প্রমাণ আবারও দিয়েছেন এই অজি ওপেনার। রংপুরের বিপক্ষে ওয়ার্নারের এই সব্যসাচী ব্যাটিংটা বিপিএলের ইতিহাসেও অনন্য জায়গায় স্থান করে নেবে।