বিপিএল

টপ অর্ডারকে দুষছেন মাশরাফি

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:50 বুধবার, 16 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১ রানেই পরপর তিনটি উইকেট হারিয়েছে রংপুর রাইডার্স। আর টপ অর্ডার ব্যাটসম্যানদের এমন ব্যর্থতার কারণেই হেরেছে দল, মনে করছেন রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

উল্লেখ্য, ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদি হাসান রানার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন রংপুরের ওপেনার মেহেদি মারুফ (৩)। একই ওভারে শুন্য রানে ফিরেছেন অ্যালেক্স হেলসও। 

পরের ওভারে সোহেল তানভীরের বলে ফিরে গিয়েছেন ক্রিস গেইল (৭)। পরে রাইলি রুশো ৩২ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেললেও ম্যাচে ফিরতে পারেনি রংপুর। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে মাশরাফি জানান,

'প্রথম তিন ওভারে অনেকগুলো উইকেট হারিয়েছি, এটাই মূল কারণ। রুশো খুব ভালো ব্যাটিং করেছে। সে যদি আরও সময় উইকেটে থাকতো, তাহলে ফলাফল ভিন্ন হতো।' 

তবে টানা তৃতীয় হারের দিনে সিলেট সিক্সার্সকে কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি মাশরাফি। বিপিএলের গ্রুপ পর্বে আরও ছয়টি ম্যাচ খেলবে মাশরাফিরা। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে আরও জানান,

'১৮০ রান জয়ের জন্য অনেক বেশি রান। যেভাবে তাঁরা ব্যাট করেছে তাঁদের কৃতিত্ব দিতেই হবে। তাঁরা সত্যিই ভালো খেলেছে। ছয় ম্যাচ বাকী আছে এখনও। আমাদের দুর্দান্তভাবে ফিরে আসতে হবে।'