বিপিএল

গলফ থেকে অনুপ্রাণিত ওয়ার্নার

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:27 বুধবার, 16 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বাঁহাতি ব্যাটসম্যান হয়েও ক্রিস গেইলের ওভারে ডান হাতে খেলে তিন বলে ১৪ রান নিয়েছেন সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ম্যাচ শেষে জানা গেল ডান হাতে গলফ খেলেন বলেই, সেই ওভারে আচমকা ডানহাতি ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন তিনি। 

সিলেট সিক্সার্সের ইনিংসের ১৯তম ওভার। বোলিংয়ে ছিলেন ক্রিস গেইল, ব্যাটিংয়ে ওয়ার্নার। সেই ওভারের প্রথম বলে দুই রান নেন ওয়ার্নার, কিন্তু ডট দিতে হয় দুটি বল। গুরুত্বপূর্ন সময়ে গেইলকে না খেলতে পারায় ডানহাতি ব্যাটসম্যান বনে যান তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানান, 'গেইলকে আমি খেলতে পারছিলাম না। আমি ডান হাতে গলফ খেলি, তাই আমার মনে হচ্ছিল যে বলগুলো খেলতে পারব তখন।'

একইসঙ্গে ব্যাটিং উইকেট বানানোর কারণে পিচ কিউরেটরকে ধন্যবাদ দেন তিনি। বিপিএলের শুরু থেকেই স্লো উইকেটে খেলা হওয়ায় কিছুটা বিরক্ত ছিলেন সাবেক অজি সহ অধিনায়ক।

'আজ আমরা ভালোভাবেই ফিরতে পেরেছি। কিউরেটরকে কৃতিত্ব দিতেই হয়। বল খুব সুন্দরভাবে ব্যাটে আসছিল। ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হবে।'

এছাড়া ৩২ বলে ৫৮ রান করা রংপুরের ব্যাটসম্যান রাইলি রুশোর প্রশংসা করেন তিনি; 'দ্বিতীয় ইনিংসে বল করা কঠিন হবে এটা জানতাম, কেননা ডিউ ছিল। বল স্ট্যাম্পয়ের বাইরে করলেই বাউন্ডারি হচ্ছিল। রুশোকে কৃতিত্ব দিতেই হবে। তাঁর উইকেট গুরুত্বপূর্ণ ছিল।'