ঐ নতুনের কেতন ওড়ে

বিপিএলের আঙিনায় সম্ভাবনাময় জাকের আলী

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 23:03 বুধবার, 16 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

রংপুর রাইডার্সের বিপক্ষে অভিষেক হয়েছে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিকের। তবে সিলেট সিক্সার্সের হয়ে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। রান বন্যার ম্যাচে এই তরুণ প্রথম বলেই ফিরেছেন রানের খাতা খোলার আগে।

আজকের ম্যাচে উইকেটের পেছনেও অবশ্য দায়িত্বে ছিলেন তিনি। সোহেল তানভিরের বলে ৭ রান করা ক্রিস গেইলের দারুণ ক্যাচ মুঠোবন্দি করেছেন। বাংলাদেশের জার্সি গায়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতিয়েছেন তিনি।

যদিও বিশ্ব আসরের মাঝ পথে ইনজুরির কবলে পড়েছিলেন। ২০১৬-১৭ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এরপর ১৪টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন ৬৮৬ রান।

কোনো সেঞ্চুরি না থাকলেও ব্যাট হাতে করেছেন ৫টি অর্ধশতক। লিস্ট এ ক্রিকেটেও তাঁর পারফর্মেন্স যথেষ্ঠ আশা জাগানিয়া। এখন পর্যন্ত ২৫ টি ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

৩৭.৫৩ গড়ে তাঁর রান সংখ্যা ৭৭৮। লিস্ট এ ক্রিকেটেও তাঁর কোনো সেঞ্চুরি নেই। ব্যাট হাতে করেছেন ৩টি অর্ধশতক। ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে তিনি খেলেছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে।

দলটির হয়ে বেশ কয়েকটি ইনিংসে আলো ছড়িয়েছিলেন তিনি। সেবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিনি খেলেছিলেন ১১৮ বলে ৯০ রানের দারুণ একটি ইনিংস। তাঁর এই ইনিংসের সুবাদে ২০ রানের জয় পেয়েছিল গাজী গ্রুপ।