বিপিএল

ফিরলেন মিঠুন, চাপে রংপুর

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 22:10 বুধবার, 16 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ

রংপুর রাইডার্সঃ ১২৭/৫ (১৫ ওভার)
(মাশরাফি ১১*, হাওয়েল ৮*)

সিলেট সিক্সার্সঃ ১৮৭/৫ (২০ ওভার)

(লিটন ৭০, ওয়ার্নার ৬১*; শফিউল ৩/৩১)

রংপুর রাইডার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছে সিলেট সিক্সার্স। লিটন দাসের ৭০ ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অপরাজিত ৬১ রানে বড় পুঁজি পেয়েছে সিলেট। জবাবে ব্যাট করছে রংপুর রাইডার্স।

ফিরে গেলেন মিঠুন

ডিপ স্কয়ার লেগে সাব্বির রহমানকে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন মোহাম্মদ মিঠুন। ফেরার আগে ২৯ বলে পাঁচটি চারে ৩৫ রান করেছেন তিনি।

সাজঘরে বিপদজনক রুশোঃ-

অর্ধশতক হাঁকানোর পরেই সাজঘরে ফিরেছেন রাইলি রুশো। তিনটি চার ও চারটি ছক্কার সহায়তায় ৩২ বলে ৫৮ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি।

মৌসুমে তৃতীয় অর্ধশতক রুশো'রঃ-

চলমান বিপিএলে নিজের তৃতীয় অর্ধশতক হাঁকিয়েছেন রংপুরের দক্ষিণ আফ্রিকান রিক্রুট রাইলি রুশো। ২৭ বলে দুর্দান্ত এক অর্ধশতক তুলে নিয়েছেন তিনি।

পাওয়ার প্লে'তে ত্রাণকর্তা রুশো-মিঠুনঃ-

পাওয়ার প্লে'র প্রথম তিন ওভারে খারাপ সময় কাটালেও পরের তিন ওভারে দুর্দান্ত খেলেছেন ইনফর্ম রাইলি রুশো এবং মোহাম্মদ মিঠুন। দুজনে মিলে তিন ওভারে নিয়েছেন ৪৭ রান! সব মিলিয়ে পাওয়ার প্লে'তে এসেছে তিন উইকেটে ৬২ রান।

১১ রানে তিন উইকেট নেই রংপুরেরঃ-

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১১ রানেই তিন উইকেট হারিয়েছে দলটি। ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদি হাসান রানার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন রংপুরের ওপেনার মেহেদি মারুফ (৩)। 

মারুফ ফেরার দুই বল পরে শুন্য রানে ফিরেছেন অ্যালেক্স হেলসও। এরপরে ইনিংসের তৃতীয় ওভারে সোহেল তানভীরের বলে ফিরে গিয়েছেন গেইল (৭)। উইকেটরক্ষক জাকের আলীকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

প্রথম ইনিংসের বিবরণঃ-

টসে হেরে ব্যাটিংয়ে নামেন সিলেটের দুই ওপেনার লিটন কুমার দাস ও সাব্বির রহমান। এই দুজনের ব্যাটে দারুণ শুরু পায় সিলেট। এই দুজনে ওপেনিংয়ে যোগ করেন ৭৩ রান।

২০ রান করে বেনি হাওয়েলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন সাব্বির রহমান। দ্বিতীয় উইকেটে ব্যাটিংয়ে নেমে ঝড়ো ব্যাটিং শুরু করেন ওয়ার্নার। সঙ্গে রানের চাকা সচল রাখেন লিটন দাস।

লিটন ৪৩ বলে ৭০ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন। এরপর পুরানকে নিয়ে আরেকটি জুটি বাঁধেন ওয়ার্নার। পুরান মাত্র ১৬ বলে ২৬ রান শফিউল ইসলামের বলে বোল্ড আউট হয়েছেন।

শেষ ওভারের তৃতীয় বলে আফিফ হোসেন ৬ রান করে আউট হয়েছেন। এর পরের বলেই জাকির আলী ফিরেছেন রানের খাতা খোলার আগেই। দুজনই শিকার হয়েছেন শফিউল ইসলামের। শেষ পর্যন্ত ওয়ার্নার ৬১ রানে অপরাজিত থেকে সিলেটকে বড় পুঁজি এনে দেন।

রংপুর রাইডার্স একাদশঃ

ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), মেহেদী মারুফ, রাইলি রুশো, বেনি হাওয়েল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজি, শফিউল ইসলাম।

সিলেট সিক্সার্স একাদশঃ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, জাকের আলী, নিকোলাস পুরান, সাব্বির রহমান, অলক কাপালী, সোহেল তানভীর, সন্দীপ লামিচানে, তাসকিন আহমেদ, মেহেদী হাসান রানা।