বিপিএল

উইকেটের ধার কাজে লাগিয়েছেন মেহেদী

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:54 মঙ্গলবার, 15 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সিলেটে পা দিয়েই স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী হাসান। তাঁর দুর্দান্ত বোলিংয়েই স্বাগতিক দল সিলেট সিক্সার্স গুটিয়ে গেছে মাত্র ৬৮ রানে। মেহেদী ২২ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা।

ম্যাচ সেরার পুরস্কার হাতে মেহেদী জানিয়েছেন, উইকেটে স্পিনারদের জন্য যথেষ্ট সাহায্য ছিল। তিনি সেটাই কাজে লাগিয়েছেন। সঙ্গে দলের অন্য বোলারদের যোগ্য সঙ্গ তাকে দারুণ বোলিংয়ে সহায়তা করেছে।

'সব বোলারেরই একটা স্বপ্ন থাকে। আমিও স্বপ্ন দেখি। আজকে বোলিং করে অনেক ভালো লেগেছে। উইকেটটা স্পিনিং উইকেট ছিল। স্পিনারদের জন্য যে সাহায্য ছিল তা আমরা কাজে লাগাতে পেরেছি।'

সিলেটের ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং আক্রমনে এসেছিলেন মেহেদী। ওভারের দ্বিতীয় বলে আন্দ্রে ফ্লেচারকে দিয়ে শুরু। এক বল পর ওয়ার্নারকে নিজের শিকার বানিয়েছেন। 

আর পঞ্চম বলে আউট করেছেন আফিফ হোসেনকে। অল্পের জন্য বঞ্চিত হয়েছেন হ্যাটট্রিক থেকে। মেহেদী জানিয়েছেন হ্যাটট্রিক আসলে করা যায় না। হয়ে যায়। সেই মূহুর্তে তিনি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছিলেন।

'হ্যাটট্রিকটা খেলতে খেলতে হয়ে যায়। আমি চাইছিলাম স্বাভাবিক থাকতে। তাই স্বাভাবিকই ছিলাম। যেহেতু আমাদের সাইফুদ্দিন প্রথম ওভারটা দারুণ করে দিয়েছে। আমার আত্মবিশ্বাসটা বেশ ভালো ছিল। সব মিলিয়ে সবাই ভালো বল করেছে। ভালো বল না করলে হয়তো তাদের এতো কম রানে অল আউট করে দিতে পারতাম না।'