ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

কোহলির বীরোচিত শতকে সিরিজ সমতায় ভারত

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:42 মঙ্গলবার, 15 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাত্র ৩ রানে আউট হয়েছিলেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিজের ৩৯তম শতক তুলে নিয়েছেন তিনি। কোহলির ১১২ বলে ১০৪ রানের দারুণ এই ইনিংসের সুবাদে অজিদের ছুঁড়ে দেয়া ২৯৯ রানের লক্ষ্য ৬ উইকে হাতে রেখেই টপকে গিয়েছে ভারত। ফলে সিরিজটি ১-১ এ সমতায় নিয়ে এসেছে তারা।

এদিন অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে কোহলি ছাড়াও দারুণ ব্যাটিং করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্রা সিং ধোনি। ৫৪ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসের মাধ্যমে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

এছাড়া ওপেনার রোহিত শর্মাও ছিলেন দারুণ ফর্মে। তাঁর ব্যাট থেকে এসেছে ৫২ বলে ৪৩ রানের আরেকটি কার্যকরী ইনিংস। আর ৩২ রানের ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান।  সবমিলিয়ে ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টাতেই আজ সহজ জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে কোহলি বাহিনী। 

অস্ট্রেলিয়ান বোয়ালরদের মধ্যে প্রায় সকলেই ছিলেন বেশ খরুচে। ১০ ওভার বোলিং করে সবথেকে বেশি রান দিয়েছেন ডান হাতি পেসার ঝেই রিচার্ডসন। ৫৯ রান খরচায় ১ উইকেট নিয়েছেন তিনি। ৮ ওভার বোলিং করে ৫৮ রানে উইকেট শূন্য ছিলেন পিটার সিডল। তবে সবথেকে সফল বোলার ছিলেন গ্ল্যান ম্যাক্সওয়েল। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান খরচায় ১ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। এছাড়াও ৪৬ রানে ১টি উইকেট নিতে পেরেছেন মার্কাস স্টয়নিসও। 

এর আগে ম্যাচটির শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান দলপতি অ্যারন ফিঞ্চ। এরপর খেলতে নেমে ৩টি ছয় এবং ১১টি চারের সাহায্যে মাত্র ১২৩ বলে ১৩১ রানের ইনিংস খেলেন শন মার্শ। তাঁর দুর্দান্ত এই শতকে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রানের বিশাল পুঁজি পেয়েছিলো অস্ট্রেলিয়া। 

এছাড়া বল হাতে ভালো করা ম্যাক্সওয়েল ব্যাটিংয়েও এদিন ছিলেন উজ্জ্বল। খেলেছিলেন ৩৭ বলে ৪৮ রানের ঝড়ো একটি ইনিংস। এছাড়াও ২৯ রান এসেছে মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে। ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ের সামনে এদিন আর কেউই সেভাবে বলার মতো রান করতে পারেননি। 

১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪৫ রান খরচায় একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন পেস তারকা ভুবনেশ্বর কুমার। আরেক পেসার মোহাম্মদ শামিও অবশ্য কম যাননি। ৩টি উইকেট শিকার করেছেন তিনি ৫৮ রান দিয়ে। আর একটি উইকেট নিতে পেড়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। 

সংক্ষিপ্ত স্কোরঃ 

অস্ট্রেলিয়াঃ ২৯৮/৯ (৫০ ওভার) (মার্শ- ১৩১, ম্যাক্সওয়েল- ৪৮; ভুবনেশ্বর- ৪/৪৫, শামি- ৩/৫৮) 

ভারতঃ ২৯৯/৪ (৪৯.২ ওভার) (কোহলি- ১০৪, ধোনি-৫৫*; ম্যাক্সওয়েল- ১/১৬, স্টয়নিস- ১/৪৬) 

টসঃ অস্ট্রেলিয়া (ব্যাটিং) 

ফলাফলঃ ভারত ৬ উইকেটে জয়ী