আইসিসি র‍্যাঙ্কিং

র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দক্ষিণ আফ্রিকার

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:08 সোমবার, 14 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

তিন ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ টেস্টে সফরকারীদের ১০৭ রানের ব্যবধানে হারিয়েছে তারা। সিরিজ শেষে আরেকটি সুখবর পেয়েছে প্রোটিয়ারা।

র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে দলটি। র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান এখন দুই নম্বরে। সিরিজ শুরুর আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে ছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ৪ রেটিং পয়েন্ট পেয়েছে তারা।

সেই সুবাদে র‍্যাঙ্কিংয়ে বড় উত্থান হয়েছে তাদের। এই পথে তারা পেছনে ফেলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট এখন ১১০। ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।

১০৮ পয়েন্ট নিয়ে একধাপ পিছিয়ে তিন নম্বরে ইংল্যান্ড ক্রিকেট দল। এক ধাপ পেছানো আরেক দল নিউজিল্যান্ড ১০৭ রেটিং পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছে। ১০১ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে অস্ট্রেলিয়া। 

র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে পাকিস্তান দলেরও তারা হোয়াইটওয়াশ হয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে।  ফলে ৮৮ পয়েন্ট নিয়ে একধাপ নিচে নেমে গিয়ে সাত নম্বরে অবস্থান সরফরাজ আহমেদের দলের।

অন্যদিকে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের উপরে ছয় নম্বরে শ্রীলঙ্কা। ৭০ পয়েন্ট নিয়ে উইন্ডিজ রয়েছে ৭ নম্বরে। আর ৬৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থেকে উইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে বাংলাদেশ। মাত্র ১৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে জিম্বাবুয়ে।