অস্ট্রেলিয়া-ভারত সিরিজ

দুই বছর পর সিরিজ জয়ের সুযোগ অজিদের

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 13:28 সোমবার, 14 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং ভারত। অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ৯.২০ মিনিটে শুরু হবে দিবা-রাত্রির এই ম্যাচটি।  

সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে ফুরফুরে মেজাজে আছে অস্ট্রেলিয়া। সিডনিতে ভারতের বিপক্ষে ৩৪ রানের ব্যবধানে জয়টি পারফর্মেন্সের বিচারে গত দুই বছরে অস্ট্রেলিয়ার সেরা জয়। 

উল্লেখ্য, গত ২০১৭ সালের জানুয়ারির পর কোন ওয়ানডে সিরিজই জিতেনি অজিরা। শেষবার পাকিস্তানের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছিল তাঁরা।

মাঝের দুই বছরে অজিরা খেলেছে ২৬টি ওয়ানডে; হেরেছে ১৯ টি তে এবং ফলাফল হয়নি তিনটি ম্যাচের! চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে দলটি।

এছাড়া অ্যাডিলেডে মাঠে নামার আগে সুখবর পেয়েছে দলটি। দলের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। শারীরিক অসুস্থতার কারণে সিডনিতে খেলা হয়নি মার্শের। এই ম্যাচে মাঠে নামতে পারেন তিনি।

অপরদিকে নিজেদের ব্যাটিং অর্ডারের সমস্যা কাটাতে পারছে না ভারত। বিশ্বকাপের আগে দলের উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পজিশন নিয়ে চিন্তায় আছে টেস্ট সিরিজে দাপুটে জয় পাওয়া দলটি।

শেষ ম্যাচে কঠিন পরিস্থিতিতে পাঁচ নম্বরে নেমে ৯৬ বলে ৫১ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছিলেন ধোনি। সেই ম্যাচের সেঞ্চুরিয়ান, রোহিত শর্মা বলেছিলেন ধোনিকে চার নম্বরে পেলেই উপকৃত হবে দল।

অপরদিকে ধোনি চারে নামলে নিচের দিকে নামতে হবে আম্বাতি রায়ুডুকে। ওয়ানডে ক্রিকেটে মাঝের ওভারগুলোতে ইনিংস গড়ার কাজে ভারত এখন কাকে চার নম্বরে নামায় সেটাই দেখার বিষয়।

এছাড়াও সাত নম্বরে দীনেশ কার্তিকের ব্যাটিং সামর্থ্য নিয়েও প্রশ্ন আছে ম্যানেজমেন্টের। ওই পজিশনে কেদার যাদবকে খেলানোর পরিকল্পনা আছে দলটির।

সম্ভাব্য একাদশঃ-

অস্ট্রেলিয়াঃ- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স কারি, উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার সিডল, ঝাই রিচার্ডসন, ন্যাথান লিয়ন, জেসন বেহরেনডর্ফ।

ভারতঃ- রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব/ দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, খলিল আহমেদ, মোহাম্মদ শামি।