ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)

বিপিএলের পরেই ডিপিএল

জুবাইর

জুবাইর
প্রকাশের তারিখ: 19:53 রবিবার, 13 জানুয়ারি, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেণ্ট ||

আগামী ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) দল গঠন করা হবে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে। আগামী মাসের ২০ তারিখ দেশের একমাত্র লিস্ট 'এ' টুর্নামেন্টটি মাঠে গড়াবে। 

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এর প্রধান তৌহিদ মাহমুদ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন। মিরপুর স্টেডিয়ামে সিসিডিএমের বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সাথে টুর্নামেন্টের দিনক্ষণও নির্ধারণ করা হয়েছে। 

'ক্লাব গুলোর সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতি মেনেই দল সাজানো হবে। আন্তর্জাতিক সূচি থাকায় সবসময় জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া কঠিন হয়ে যায়। প্লেয়ারদের অংশগ্রহণ নিশ্চিত করতেই প্লেয়ার্স বাই চয়েজ রাখা হচ্ছে,' বলেছেন সিসিডিএম প্রধান তৌহিদ মাহমুদ।

নিউজিল্যান্ড সিরিজ থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই শুরু হবে ডিপিএলের আসর। তবে সুপার লীগের ম্যাচে খেলার সুযোগ পাবে তারকা ক্রিকেটাররা। তিনি বলেছেন,

'বিপিএল শেষ হলেই ডিপিএল শুরু করার আশা করছি আমরা। নিউজিল্যান্ড সিরিজ চলবে মার্চের ২২ তারিখ পর্যন্ত। সিরিজ শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। যারা টেস্ট দলে থাকবে তাদের প্রিমিয়ার লীগের গ্রুপ পর্বে পাওয়া যাবে। কিন্তু বাকি সবাইকে পাওয়া যাবে সুপার লীগে।'