দিনের সেরা

বিপিএলের আদর্শ অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 00:52 রবিবার, 13 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

রবি ফ্রাইলিঙ্ক উইকেটে যখন প্রবেশ করেন তখন ১৯ বলে ৩৩ রান প্রয়োজন ছিল চিটাগাং ভাইকিংসের। সেখান থেকে একটি চার ও দুটি ছক্কায় ১৩ বলে ২৩ রানের ইনিংস খেলেন তিনি।

শেষ বলে তিনি রান আউট না হলে খুলনা টাইটান্সের বিপক্ষে তখনই জয় পেতে পারতো চিটাগাং। তাঁর এমন ইনিংসের সুবাদে ম্যাচ ড্র করে প্রথমবারের মতো সুপার ওভার খেলতে পেরেছে চিটাগাং। 

শুধু চিটাগাংয়ের ইতিহাসে নয়, বিপিএল ইতিহাসের প্রথম সুপার ওভারও ছিল সেটি। ব্যাটিংয়ে অবদান রাখার পরে সুপার ওভারে বল হাতে ১২ রান ডিফেন্ড করে চিটাগাংকে ১ রানের অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন তিনি।

ব্যাটিং এবং সুপার ওভারে বোলিং করার আগে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার বল হাতেও নিয়েছেন ৩২ রান খরচায় এক উইকেট। সব মিলিয়ে শনিবারের সেরা বিপিএল ক্রিকেটার নির্বাচিত করতে হচ্ছে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে।

আসরে অবশ্য এর আগেও আলো ছড়িয়েছেন ফ্রাইলিঙ্ক। আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ১৪ রান খরচায় নিয়েছিলেন চারটি উইকেট। এরপরের ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে দল হারলেও ৪৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন তিনি, বল হাতেও নিয়েছিলেন তিন উইকেট।