বিপিএল

ডায়নামাইটসের চেহারা বদলে দিয়েছে বিদেশিরা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 00:08 রবিবার, 13 জানুয়ারি, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট  ||

বিদেশী ক্রিকেটাররাই বদলে গিয়েছেন ঢাকা ডায়নামাইটস দলের চেহারা, এমনটাই মনে করছেন দলের ব্যাটসম্যান রনি তালুকদার। শনিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ শেষে এমনটা জানিয়েছেন তিনি।

সুনিল নারিন, আন্দ্রে রাসেল বা কাইরন পোলার্ডের মতো টি-টুয়েন্টি ক্রিকেটের সব বড় তারকা আছেন এই দলে। তরুণদের মধ্যে আছেন হজরতউল্লাহ জাজাই, অভিজ্ঞ ইয়ান বেলও আছেন দলটিতে।

আর এদের ছোঁয়াতেই ভালো খেলতে স্পৃহা খুঁজে পেয়েছেন ডায়নামাইটসের স্থানীয় ক্রিকেটাররা। সাংবাদিক সম্মেলনে রনি তালুকদার জানান,

'সত্যিই অসাধারণ অনুভূতি এদের মধ্যে খেলাটা। আমাদের দলে বেশ কয়েকজন টি-টুয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটার আছে। তাঁদের সঙ্গে খেলতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। 

'টি-টুয়েন্টি ক্রিকেট কিভাবে খেলতে হয় সেটাই তাঁদের কাছ থেকে শিখছি। তাঁরাও দারুণ সহযোগিতা করছে আমাকে। তাঁরাও আমাদের সঙ্গে কথা বলে। কিভাবে, কখন বা কোন পজিশনে কিভাবে খেলতে হবে।'

বিদেশী ক্রিকেটারদের মাঠে বা মাঠের বাইরে থেকে ক্রিকেটকে উপভোগ করার বিষয়টিও মুগ্ধ করেছে রনিকে। ঘরোয়া ক্রিকেটের এই পরিচিত মুখ আরও জানান,
    
'ওরা খেলাটাকে অনেক উপভোগ করে। আপনি যখন উপভোগ করবেন তখনই আপনি অনেক ভালো খেলতে পারবেন। মাঠে এবং মাঠের বাইরে তাঁরা অনেক উপভোগ করে। এটাই তাঁদের পারফর্ম করতে সাহায্য করে।' 

শেষ দুই ম্যাচে ২৮ ও ১৮ রানের দুটো ইনিংস খেলে ফিরে গেলেও সিলেটের বিপক্ষে ৩৪ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রনি তালুকদার। হয়েছেন ম্যাচ সেরা। নিজের ইনিংস নিয়ে কথা বলার সময় জানান,

'আমাকে কোচ সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে। বলেছে তুমি তোমার নিজের মতো খেল। আমিও চেষ্টা করেছি। শেষ দুই ম্যাচে অল্প অল্প রান করে ফিরে গিয়েছি, আজ ইচ্ছা ছিল আরও কিভাবে বড় করা যায়।'