বিপিএল

সিলেটেই দূর্গ গড়তে চান ওয়ার্নার

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:31 শনিবার, 12 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

আর কয়েকদিন পরেই শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। আর সিলেটেই ভেলকি দেখানোর অপেক্ষায় আছেন সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে শনিবারের ম্যাচে বিশাল রান তাড়ায় দ্রুত উইকেট হারিয়েছে ওয়ার্নাররা। এটা নিয়েও আফসোস ওয়ার্নারের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানান,

'আমাদের ঘরের মাঠেই আমরা দূর্গ গড়তে চাই। ম্যাচগুলোকে স্মরণীয় করতে চাই। সিলেটে যাওয়ার জন্য অপেক্ষা করতে ইচ্ছা করছে না। ঢাকা আজ দারুণ শুরু করেছে। আমাদের বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করেছে। 

'তবে ঢাকা বেশি ভালো খেলেছে। ১৭০ রান তাড়া করা সবসময় চ্যালেঞ্জিং। আমাদের শেষদিকে উইকেট থাকতে জয়ের আরও কাছে পৌঁছাতে পারতাম।'

ম্যাচে আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড এবং শুভাগত হোমকে একই ওভারে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। এছাড়া ৪৭ বল খেলে একটি চার ও নয়টি ছক্কায় ৭২ রান করে ফিরেছেন নিকোলাস পুরান। দুজনের প্রশংসায় ওয়ার্নার জানান,

'তাসকিন দারুণ বল করেছে। বোলারদের পারফর্মেন্সে আমি সত্যিই সন্তুষ্ট। পুরান মাঠের ৩৬০ ডিগ্রীতেই শট হাঁকিয়েছে। সে দারুণ প্রতিভাবান ক্রিকেটার।'