বিপিএল

আত্মবিশ্বাসের খোঁজ পেয়েছেন রনি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:51 শনিবার, 12 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই রানের মধ্যে আছেন রনি তালুকদার। ঢাকা ডায়নামাইটসের হয়ে প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।

তবে, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দারুণ শুরু করেছিলেন। খেলেছিলেন ২৮ ও ১৮ রানের ইনিংস। তবে ইনিংস লম্বা করতে পারেননি। তবে, এই ম্যাচে চার ছক্কার ফুলঝুরিতে রান বন্যা বইয়ে দিয়েছেন।

খেলেছেন ৩৪ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৫৮ রানের ইনিংস। এই ইনিংসের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন এই ইনিংস তাকে পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে।

 

'আমার বেশ ভালো লাগছে। উইকেট ভাল ছিল এখানে সহজেই ব্যাট করা যাচ্ছিল। এই ইনিংস আমাকে পরের খেলায় আত্মবিশ্বাস যোগাবে। আমি সবসময় আমার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করব।'

দলীয় ৪ রানে হযরতউল্লাহ জাজাইয়ের বিদায়ের পর ব্যাটিং করতে আসেন রনি। এরপর সুনীল নারিনের সঙ্গে তিনি দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়েন। মূলত এই জুটিতেই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে ঢাকা ডায়নামাইটস।

এরপর সাকিব আল হাসানকে নিয়েও ৪৬ রানের জুটি গড়েন তিনি। রনি আউট হলে দলের মিডেল অর্ডার দাঁড়াতে ব্যর্থ হয়। তবে লোয়ার অর্ডারে সোহান ও নাঈমের ব্যাটে ১৭৩ রানের পুঁজি পায় ঢাকা। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩২ রানের ব্যবধানে হেরেছে সিলেট সিক্সার্স।