অস্ট্রেলিয়া-ভারত সিরিজ

বৃথা গেল রোহিতের শতক, সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:40 শনিবার, 12 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩৪ রানের জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে ভারতের সামনে ২৮৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো অজিরা।

জবাবে নির্ধারিত ৫০ ওভারে ২৫৪ রানে থামে ভারতীয়দের ইনিংস। ফলে ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে গিয়েছে অ্যারন ফিঞ্চের দল। অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনার রোহিত শর্মা। 

খেলেছেন ১২৯ বলে ১৩৩ রানের অসাধারণ একটি ইনিংস। তবে তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন বেশিরভাগ ব্যাটসম্যানই। রোহিত ছাড়া শুধু উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি বলার মতো রান করতে পেরেছেন। খেলেছেন ৯৬ বলে ৫১ রানের ইনিংস। শেষের দিকে ভুবনেশ্বর কুমার অপরাজিত ছিলেন ২৯ রানে। 

ভারতীয়দের আটকে রাখার পেছনে মূল ভূমিকা রেখেছেন ডান হাতি পেসার ঝেই রিচার্ডসন। ১০ ওভার বোলিং করে ২৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে ২টি করে উইকেট নিয়েছেন জ্যাসন বেহরেনডর্ফ এবং মার্কাস স্টয়নিস। 

এর আগে ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নেমে অর্ধশতক হাঁকিয়েছিলেন তিন অজি ব্যাটসম্যান উসমান খাওয়াজা, শন মার্শ এবং পিটার হ্যান্ডসকম্ব। সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন হ্যান্ডসকম্ব। অপরদিকে খাওয়াজা এবং মার্শ যথাক্রমে ৫৯ এবং ৫৪ রান করেছেন। ইনিংসের শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত ছিলেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। 

সবমিলিয়ে ব্যাটসম্যানদের মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট ২৮৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় স্বাগতিক অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন স্পিনার কুলদীপ যাদব। ১০ ওভারে ৫৪ রান খরচায় ২ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া ৬৬ রানে সমান সংখ্যক উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। ২৬ রানে ৪ উইকেট শিকার করায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছে ঝেই রিচার্ডসন। 

সংক্ষিপ্ত স্কোরঃ

অস্ট্রেলিয়াঃ ২৮৮/৫ (হ্যান্ডসকম্ব- ৭৩, খাওয়াজা- ৫৯; কুলদীপ- ২/৫৪, ভুবনেশ্বর- ২/৬৬)

ভারতঃ ২৫৪/৯ (রোহিত- ১৩৩, ধোনি- ৫১; রিচার্ডসন- ৪/২৬, বেহরেনডর্ফ- ২/৩৯) 

টসঃ অস্ট্রেলিয়া (ব্যাটিং) 

ফলাফলঃ অস্ট্রেলিয়া ৩৪ রানে জয়ী