বিগ ব্যাশ

ছিটকে পড়লেন প্যাটিনসন

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:44 শনিবার, 12 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

চলমান বিগ ব্যাশের বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছে না ব্রিসবেন হিটের পেসার জেমস প্যাটিনসনের। বৃহস্পতিবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন এই অস্ট্রেলিয়ান। 

ফলে বাকি টুর্নামেন্টে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। তবে ধারণা করা যাচ্ছে  বিগ ব্যাশের পর আগামী ফেব্রুয়ারিতে শেফিল্ড শিল্ড টুর্নামেন্ট দিয়েই ফিরতে পারবেন প্যাটিনসন। 

এর আগে ২০১৭ সালে পিঠের সার্জারি করিয়েছিলেন প্যাটিনসন। এরপর সুস্থ হয়ে ফিরেছিলেন শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে। ভিক্টোরিয়ার জার্সিতে মাত্র ৪ ম্যাচে তুলে নিয়েছিলেন ৯টি উইকেট। 

আগামী অ্যাশেজ সিরিজের জন্যেও তাঁকে বিবেচনায় রেখেছেন নির্বাচকেরা। যদিও এক্ষেত্রে প্যাটিনসনকে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

উল্লেখ্য এবারের বিগ ব্যাশর দারুণ বোলিং করেছিলেন প্যাটিনসন। পাঁচ ম্যাচে ৬.৭৬ ইকোনমি রেটে ৪টি উইকেট শিকার করেন তিনি।  এখন পর্যন্ত মোট ৩৩টি টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন এই ডানহাতি পেসার। যেখানে ৮.৩১ ইকোনমি রেটে নিয়েছেন ৩৮টি উইকেট। 

এছাড়াও অস্ট্রেলিয়ার জার্সিতে ১৭টি টেস্ট, ১৫টি ওয়ানডে এবং ৪টি টি টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ডান হাতি এই পেসারের। টেস্টে মাত্র ৩.৩৫ ইকোনমিতে ৭০টি ও ওয়ানডেতে ৫.৬২ রেটে ১৬টি উইকেট নিয়েছেন প্যাটিনসন।