বিপিএল

বিপিএলে অনেক কিছুই দেখতে পারেনঃ ইমরুল

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 00:43 শনিবার, 12 জানুয়ারি, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 

রাজশাহী কিংসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে প্রথমবারের মতো বিপিএলে ওপেনিংয়ে নেমেছিলেন রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে, কুমিল্লার হয়ে এই ম্যাচে প্রথমবারের মতো ওয়ান ডাউনে নেমেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

ম্যাচ শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলপতি ইমরুল কায়েস জানিয়েছেন, এমন অনেক কিছুই হবে বিপিএলে যা আগে ঘটেনি। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কারণেই এমন ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ইমরুল।

'এমন অনেক কিছুই দেখবেন বিপিএলে,যা আগে হয়নি এমন অনেক কিছুই হবে। মিরাজ ব্যাটিং করেছে ওপেনিংয়ে। আমার মনে হয় দলের জন্য দলের ভালোর জন্য টিম ম্যানেজমেন্ট যা সিদ্ধন্ত নেয় সেভাবেই খেলার জন্য আমরা তৈরি থাকবো।'

তামিমের ওপেনিংয়ে না নামার কারণ হিসেবে ইমরুল জানিয়েছেন ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্যই তামিম ওয়ান ডাউনে খেলেছেন। এছাড়া আর কোনো কারণ নেই তামিমের চিরচেনা জয়গা ছাড়ার।

'বাঁহাতি ডানহাতি কম্বিনেশন হলে বোলারের জন্য একটু কঠিন হয় বল করা। দুইজন ডানহাতি কিংবা দুইজন বাঁহাতি থাকলে বোলারের জন্য সহজ হয়ে যায়। এছাড়া আর কোনো কারণ নেই।'

অপরিচিত জায়গায় ব্যাটিংয়ে নেমে অবশ্য ব্যাট হাতে সফল হতে পারেননি তামিম। ফিরেছেন মাত্র ২১ রান করে।