ভারতীয় ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজে বরখাস্ত পান্ডিয়া-রাহুল

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:48 শুক্রবার, 11 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

নারী বিদ্বেষী মন্তব্য করায় অনির্দিষ্ট সময়ের জন্য বরখাস্ত করা হল জনপ্রিয় দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে। চলমান অস্ট্রেলিয়া সফরের অবশিষ্ট ম্যাচগুলোতে খেলতে পারবেন না এই দুইজন। 

আসন্ন নিউজিল্যান্ড সফরেও দুইজনকে ছাড়াই নামতে হবে ভারতীয়দের, এমনটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কমিটি অফ এডমিনিস্ট্রেটর (কোয়া) এমন শাস্তি দিয়েছে দুইজনকে। একইসাথে ঘটনার সত্যতা তদন্ত করে দেখছে তাঁরা। 

'বিসিসিআইয়ের ধারা ৪১(৬) অনুযায়ী হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে জাতীয় দলের কোন ম্যাচ বা অনুষ্ঠান হতে বরখাস্ত করা হয়েছে। বিসিসিআই, আইসিসি বা ঘরোয়া ক্রিকেটের যেকোনো ক্ষেত্রে এই নীতি বহাল থাকবে।'; জানিয়েছে বিসিসিআই।

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় টিভি শো 'কফি উইথ কারান' অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। সেই অনুষ্ঠানে গিয়ে নারী বিদ্বেষী মন্তব্য করেছিলেন হার্দিক।

সহমত জ্ঞাপন করেছিলেন রাহুলও। অবশ্য এই কারণে হার্দিক টুইটারে ক্ষমাও চেয়েছিলেন। যদিও বিষয়টিকে একেবারেই লঘুভাবে দেখেনি বিসিসিআই। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলো তাঁরা।

দুইদিন আগেই এই দুই ক্রিকেটারকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেছিল বিসিসিআই। কারণ দর্শানোর পরের দিনই এমন শাস্তির মুখোমুখি হতে হল দুই জনকে।