ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

বিশ্বকাপের বছর শুরু ভারত-অস্ট্রেলিয়ার

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:40 শুক্রবার, 11 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের পূর্বে অস্ট্রেলিয়ার কন্ডিশনে শেষ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ২০১৯ ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের কন্ডিশন বিচারে তিন ম্যাচের এই সিরিজটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল (শনিবার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে নামবে দুই দল।

মোটামুটি গুছানো দল নিয়েই বিশ্বকাপের বছর শুরু করেছে ভারত। পক্ষান্তরে সম্পূর্ণ অগোছালো অস্ট্রেলিয়া। প্রতিটি সিরিজেই দলে পরিবর্তন আনছে তারা। কিন্তু এখন পর্যন্ত স্থায়ী কোন দল সাজাতে পারেনি তারা। কারণ ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত খেলা ২৪ ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে দ্বিতীয় বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে নামছে ভারত। সর্বশেষ ২০১৬ সালে মহেন্দ্রা সিং ধোনির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিলো তারা। সেবার স্টিভ স্মিথের দলের বিপক্ষে ৪-১ ব্যবধানে পরাজিত হতে হয়েছিলো সফরকারীদের।

এবার অধিনায়ক ভিরাট কোহলির সামনে সুযোগ এসেছে প্রথমবারের মতো অজিদের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের। সম্প্রতি নিজেদের হারিয়ে খোঁজা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া হয়তো অসম্ভব কিছু হবে না কোহলিদের পক্ষে।

টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস রচিত জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ভারত। সাদা পোশাকের আগে রঙিন পোশাকে টি-টুয়েন্টি সিরিজেও নিজেদের সামর্থ্য দেখিয়েছে সফরকারীরা। ২-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে তাঁরা। তাই ওয়ানডে সিরিজটিও নিজেদের করে নিতে চাইবে সফরকারী দলটি।

ঘরের মাঠে টি-টুয়েন্টি এবং টেস্ট পরাজিত হয়ে কিছুটা পিছিয়ে অস্ট্রেলিয়া। কিন্তু ওয়ানডে সিরিজ জিততে চাইবে তাঁরাও। নিজেদের সেরাটা দিয়ে শেষ ভালো করতে চাইবে স্বাগতিক দলটি।

আগামীকালের ম্যাচে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে ১৯৮৬ সালের জার্সিতে খেলতে নামবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ১৯৮৬ সালে কিংবদন্তী অ্যালান বোর্ডারের নেতৃত্বে এই জার্সিতেই খেলেছিলো অস্ট্রেলিয়া। আর সেই সিরিজেও তাদের প্রতিপক্ষ ছিলো ভারত।

এরই মধ্যে অবশ্য ম্যাচটির জন্য একাদশ ঘোষণা করে দিয়েছে অজি টিম ম্যানেজমেন্ট। দলটিতে পেস আক্রমণ সামলানোর দায়িত্ব থাকছেন পিটার সিডল, ঝেই রিচার্ডসন এবং জেসন বেহরেনডর্ফ। 

এই নিয়ে দীর্ঘ আট বছর পর অস্ট্রেলিয়া একাদশে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার সিডল। ২০১০ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। একাদশটিতে একমাত্র স্পেশালিষ্ট স্পিনার হিসেবে থাকছেন নাথান লায়ন। এছাড়াও অলরাউন্ডার কোটায় থাকছেন মার্কাস স্টইনিস এবং গ্ল্যান ম্যাক্সওয়েল। 

তবে অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা করলেও এখনও চূড়ান্ত দল নির্বাচন করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টি-টুয়েন্টি সিরিজে দলেরর বাইরে থাকলেও ওয়ানডে দলে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 

দীর্ঘ খেলার মধ্যে থাকা পেসার জাসপ্রিত বুমরাহকে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে ভারত। তাঁর পরিবর্তে একাদশে খেলতে পারেন মোহাম্মদ সিরাজ। বাকি দুই পেসার হিসেবে খেলতে পারেন ভুবনেশ্বর কুমার এবং মোহাম্মদ শামি। অপরদিকে স্পিন আক্রমণ সামলানোর দায়িত্বে কুলদীপ যাদবকেই হয়তো এগিয়ে রাখবে টিম ম্যানেজমেন্ট।

অলরাউন্ডারদের মধ্যে খেলার সম্ভাবনা রয়েছে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার। যদিও নারী বিদ্বেষী মন্তব্য করায় হার্দিকের খেলা কিছুটা অনিশ্চিত।

অস্ট্রেলিয়া একাদশঃ 

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), উসমান খাওয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান লায়ন, পিটার সিডল, ঝেই রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফ।

ভারত স্কোয়াডঃ

ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, খলিল আহমেদ, জাসপ্রিত বুমরাহ, যুবেন্দ্র চাহাল, শিখর ধাওয়ান, মহেন্দ্রা সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, দীনেশ কার্ত্তিক (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুল।