বিপিএল ২০১৯

'অবৈধ প্রক্রিয়ায় কোচ হয়েছেন পাইবাস'

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:31 বুধবার, 09 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

উইন্ডিজ কোচ হিসেবে রিচার্ড পাইবাসের  কাঁধে দায়িত্ব তুলে দেয়ার প্রক্রিয়াকে পুরোপুরি অবৈধ বলে দাবি করেছে সেন্ট কিটস প্রদেশের ক্রিকেট বোর্ড লিয়ার্ডস আইল্যান্ডস ক্রিকেট বোর্ড। পাইবাসকে নিয়োগ দেয়ার বিষয়টি নিয়ে উইন্ডিজ ক্রিকেট বোর্ডকে মঙ্গলবারের মধ্যে তাঁদের মতামত জানাতে বলেছিল তারা।

কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে ফিরতি কোনও প্রতিক্রিয়া পায় নি এলআইসিবি। উইন্ডিজ বোর্ড থেকে বলা হয়েছে আগামী সপ্তাহের মধ্যে এই ব্যাপারে তাঁদেরকে প্রতিবেদন পাঠানো হবে। লিয়ার্ডস আইল্যান্ডস ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়,

'উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তাঁর ব্যক্তিগত পছন্দ থেকে কোচ নিয়োগ দিয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক, এমনটা মেনে নেয়া যায়না এবং বিষয়টি সম্পূর্ণ অবৈধ। বোর্ডকে কোন কিছু না জানিয়ে কেউ কোন কোচ নিয়োগ দিতে পারবেনা এমনকি তাঁর বেতন সম্পর্কিত সিদ্ধান্তও নিতে পারে না।'

গেল সপ্তাহে উইন্ডিজ ক্রিকেট দলের দায়িত্বে পাইবাসকে কোচ হিসেবে ঘোষণা করে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিক পোথাসের পরিবর্তে তাঁকে দায়িত্ব দেয়া হয়। চুক্তি মোতাবেক আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ইংল্যান্ড সিরিজ দিয়েই দায়িত্ব শুরু করার কথা ছিলো তাঁর।

পোথাস অন্তর্বর্তীকালীন কোচ হওয়ার আগে উইন্ডিজ কোচের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট ল। গেল বছর ২২ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভায় ল জানিয়ে দিয়েছিলেন যে বছর শেষ হতেই উইন্ডিজ কোচের দায়িত্ব ছাড়বেন তিনি। এরপর উইন্ডিজ বোর্ডের পরিচালক জিমি অ্যাডামস উইন্ডিজ হেড কোচের জন্য ছোট তালিকা তৈরি করেছিলেন।

যেখানে বাংলাদেশ সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া নিক পোথাস সহ ছিলেন মোট ১৩জন। এরা হলেন রডি ইস্টউইক, ফ্লইড রেইফার, গুস লজি, ডেসমন্ড হেইনেস, টবি র‍্যাডফোর্ড, আন্ড্রে কলি, এশিয়ান ক্র্যান্ডন, স্টুয়ার্ট উইলিয়ামস, রেয়ন গ্রিফিট এবং রোবার্ট স্যামুয়েলসরা।

উইন্ডিজ দলপতি জেসন হোল্ডার এবং সাবেক কোচ স্টুয়ার্ট ল সুপারিশ করেছিলেন পোথাসকে কোচের পদে নিয়োগ দিতে পূর্ণ মেয়াদি কোচ হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত পাইবাসকে দায়িত্ব দেয়ায় এই প্রক্রিয়াকে অবৈধ বলেছে লিয়ার্ডস আইল্যান্ডস ক্রিকেট বোর্ড।

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন পাইবাস। দায়িত্বে থাকাকালীন সময় অনেক বিতর্কের জন্ম দিয়েছিলেন পাইবাস। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নির্বাচিত হতে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করার নিয়মটি পাইবাসেরই তৈরি। যার ফলে কয়েকজন সিনিয়র ক্রিকেটার জাতীয় দল ছেড়ে টি-টুয়েন্টি লিগগুলোতে মনোযোগ দিয়েছিলেন।

উইন্ডিজ বোর্ডের দায়িত্ব পাওয়ার আগে পাকিস্তানের প্রধান কোচ ছিলেন এই ইংলিশম্যান। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।