অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজ

৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেই টেস্ট স্কোয়াডে!

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 10:47 বুধবার, 09 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট || 

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি মাস থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৩ সদস্যের এই স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন মাত্র ৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ডানহাতি ব্যাটসম্যান উইল পুকোভস্কি। পাশাপাশি জো বার্নস এবং ম্যাট রেনশোকেও রাখা হয়েছে দলে। মূলত টপ অর্ডারের শক্তি বাড়াতেই তাঁদের ওপর ভরসা রাখছে অজি টিম ম্যানেজমেন্ট। 

২০ বছর বয়সী তরুণ পুকোভস্কি এর আগে শেফিল্ড শিল্ডে ২৪৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে সুনজরে এসেছিলেন। এরপর কিছুদিন মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। মূলত দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে তাঁর চৌকস ব্যাটিংই মনে ধরেছে অজি নির্বাচকদের। 

তবে পুকোভস্কি ডাক পেলেও স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে আশানুরূপ পারফর্মেন্স করতে ব্যর্থ হওয়া শন মার্শ, মিচেল মার্শ, পিটার হ্যান্ডসকম্ব এবং অ্যারন ফিঞ্চকে। তাঁদের সম্পর্কে অজি নির্বাচকদের প্রধান ট্রেভর হন্স বলেছেন,

'অ্যারন, পিটার, শন এবং মিচ ব্যাট হাতে নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্মেন্স করতে পারেনি টেস্টে। তারা ভালো সুযোগ পেয়েছিলো, কিন্তু তারা আমাদের প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেনি। তারা চার জনই অনেক ভালো খেলোয়াড় এবং টেস্ট ক্রিকেটে ফেরার জন্য তাদের দরজা সবসময়ই খোলা রয়েছে। তাঁরা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে।'

উল্লেখ্য টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পাওয়া পুকোভস্কি শেফিল্ড শিল্ডের ইতিহাসে দ্বিশতক হাঁকানো মাত্র নবম ব্যাটসম্যান ছিলেন। এখন পর্যন্ত ৮টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৯ গড়ে ৫৮৮ রান সংগ্রহ করেছেন এই তরুণ। যেখানে ২টি শতক সহ রয়েছে ১টি অর্ধশতক। 

অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের স্কোয়াডঃ 

মার্কাস হ্যারিস, জো বার্নস, ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, ট্রাভিস হেড, উইল পুকোভস্কি, মার্নাস লাবুসচাগনে, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, নাথান লায়ন, জস হ্যাজেলউড, পিটার সিডল।