বিগ ব্যাশ লিগ ২০১৮

ওয়াটসনদের মুখোমুখি মেলবোর্ন স্টার্স

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 22:19 শুক্রবার, 04 জানুয়ারি, 2019

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশ লিগের (বিবিএল) ২০তম ম্যাচে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মাঠে নামছে সিডনি থান্ডার। শনিবার বাংলাদেশ সময় বেল সোয়া ১টায় কুইন্সল্যান্ডের ক্যারেরা ওভালে দুই দল একে অপরের মুখোমুখি হবে।

সিডনি থান্ডার এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩টি ম্যাচে জয় তুলে নিয়েছে। বাকি দুটি ম্যাচে হেরেছে তারা। ৮ দলের পয়েন্ট টেবিলে দলটির অবস্থান ৩ নম্বরে।

এদিকে, মেলবোর্ন স্টার্স এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে এবারের আসরে। এর মধ্যে ২টি ম্যাচে জয় ও ২টি ম্যাচে পরাজয় তাদের। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ৬ নম্বরে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে স্টার্সই। দুই দলের ৯ বারের দেখায় ৬ ম্যাচে জিতেছে মেলবোর্ন স্টার্স। আর বাকি ৩টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে থান্ডার।

অবশ্য দুই দলের সবশেষ দেখায় ১৫ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল সিডনি থান্ডার। শনিবারের ম্যাচের আগে এই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে শেন ওয়াটসনের দল। 

সিডনি থান্ডার দলঃ- জশ বাটলার (উইকেটরক্ষক), শেন ওয়াটসন (অধিনায়ক), কালাম ফার্গুসন, জো রুট, জেসন সাঙ্ঘা, ড্যানিয়েল সামস, ক্রিস গ্রিন, ন্যাথান ম্যাকএন্ড্রু, গুরিন্দার সান্ধু, স্যাম রেইনবার্ড, ফাওয়াদ আহমেদ, জোনাথন কুক, ম্যাথু গিল্কেস।

মেলবোর্ন স্টার্স দলঃ- বেন ডাঙ্ক, নিক লার্কিন, সেভ গচ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, ডোয়াইন ব্রাভো, ইভান গুলবিস, সন্দীপ লামিচানে, স্কট বোল্যান্ড, অ্যাডাম জ্যাম্পা, মাইকেল বিয়ার, জ্যাকসন বার্ড, জোনাথন মার্লো।