পারফর্মেন্স নিয়ে কাঁটাছেঁড়া

'ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্স সবসময় কাজে লাগে'

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:09 মঙ্গলবার, 01 জানুয়ারি, 2019

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বিসিএলের সবশেষ আসরে সর্বাধিক রান সংগ্রাহক এনামুল হক বিজয়। শুধু এই আসরই নয়, ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই ব্যাট হাতে দারুণ পারফর্মেন্স করেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেন না

তবে, বিজয় মনে করেন ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্সটা সবসময় কাজে লাগে। এই পারফর্মেন্স কাজে লাগিয়ে অভিষেকের পর টানা তিন বছর জাতীয় দলের হয়ে খেলেছিলেন বলে উদাহরণ টেনেছেন তিনি।

'আমি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছিলাম বিধায় কিন্তু আমি ২০১২ থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলে ভালোভাবে খেলতে পেরেছি। ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্স অবশ্যই আন্তর্জাতিকের জন্য কাজে লাগে। রান করার অভ্যাসটি সবসময়ই কাজে লাগে।' 

বিসিএলের সবশেষ আসরে মোট ৬ ম্যাচে ৬৫৮ রান করেছেন বিজয়। ৬৫.৮০ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে দুটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি। বিজয়ের বিশ্বাস ঘরোয়া ক্রিকেটের এই পারফর্মেন্স দিয়েই আবারও জাতীয় দলে ফিরবেন তিনি।

'আমি এবার এসে করতে পারিনি, কিন্তু গত তিন চার বছর ধরে আমি কিন্তু আন্তর্জাতিকে মাশাল্লাহ ভালো পারফর্ম করেছি। আমার কাছে মনে হয় এবার হয়নি, তবে পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই আমি জাতীয় দলে খেলবো। মাত্র চার পাঁচটি ইনিংসে আসলে অনেক কিছু বোঝা যায় না। আর লাক ফেভার করার ব্যাপার থাকে, অনেক দিন পর জাতীয় দলে খেললাম বা সেট হয়ে আউট হয়ে গিয়েছি- ঐ ইনিংস গুলো বড় করতে পারলে হয়তো কাজে দিতো।'

জাতীয় দলের হয়ে পারফর্মেন্স করার জন্য ঘরোয়া ক্রিকেটের পারফর্মেন্সটাকে এগিয়ে রাখছেন এই ওপেনার। গত বছর জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন। তবে পরবর্তীতে সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিজয়। 

'আমার কাছে মনে হয় যে আমাদের ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা অনেক জরুরী। সেটা জাতীয় দলে সাহায্য করে। এবার ভালো করতে পারিনি, তবে আশা করবো পরবর্তীতে সুযোগ পেলে ভালো করার।'