বিসিএল

দুই পেসার, তিন স্পিনারের শীর্ষে রাজ্জাক

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:22 বৃহস্পতিবার, 27 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||  

নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলতে বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) সদ্য সমাপ্ত আসরে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তিনি।

ছয় ম্যাচের দশ ইনিংসে হাত ঘুরিয়ে বাঁহাতি এই অফস্পিনারের উইকেট সংখ্যা ৩৪ টি। ইনিংস সেরা বোলিং ফিগার ৬৯ রান খরচায় সাত উইকেট এবং ম্যাচ সেরা বোলিং ফিগার ১৪৪ রান খরচায় ১২ উইকেট।

রাজ্জাক আসরে পাঁচ উইকেট নিয়েছেন চার বার এবং দশ উইকেট নিয়েছেন এক বার করে। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুইয়ে আছেন উত্তরাঞ্চলের বাঁহাতি অফস্পিনার সানজামুল ইসলাম।

আসরে মোট চার বার পাঁচটি করে উইকেট নেওয়া সানজামুলের শিকার দশ ইনিংসে ২৯ টি উইকেট। উইকেট শিকারির তালিকার তৃতীয়তে দক্ষিণাঞ্চলের ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান।

আসরে সর্বোচ্চ সংখ্যক মেডেন ওভার (৪৭ টি) দেওয়া মেহেদি উইকেট নিয়েছেন ২৩ টি। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে তিন স্পিনারের পরে আছেন দুজন পেসার।

২১ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের এবাদত হোসেন আছেন চার নম্বরে। পাঁচ ম্যাচ খেলে আটটি ইনিংসে বল করার সুযোগ মিলেছে তাঁর। ম্যাচ সেরা বোলিং ১৩৯ রান খরচায় দশটি উইকেট।

এছাড়া তালিকায় পাঁচ নম্বরে আছেন পূর্বাঞ্চলের পেসার আবু জায়েদ রাহী। পাঁচ ম্যাচে নয় ইনিংস বল করে বিশটি উইকেট শিকার করেছেন এই পেসার।