বিসিএল ২০১৮

চার বছরে তিন শিরোপায় উচ্ছ্বসিত রাজ্জাক

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 18:04 বৃহস্পতিবার, 27 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) টানা দুটি শিরোপা জেতায় স্বভাবতই বেশ উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক।

গত চার আসরে তিনটি শিরোপা ঘরে তোলার পাশাপাশি একটি আসরে রানার্স আপ হওয়ার কৃতিত্ব গড়ায় দলকে নিয়ে বেশ গর্বিত জাতীয় দলের এই স্পিন তারকা।

জহুরুল ইসলামের নেতৃত্বাধীন উত্তরাঞ্চলকে হারিয়ে টুর্নামেন্ট জেতার পর সাংবাদিকদের রাজ্জাক জানিয়েছেন দুর্দান্ত পারফর্মেন্সের পসরা সাজিয়েই চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল, 

'অবশ্যই চ্যাম্পিয়নশিপ অর্জন করা অনেক ভালো একটি অনুভূতি। আমরা গত বছরও চ্যাম্পিয়ন ছিলাম। তার আগের বছর রানার্স আপ হয়েছি, এর আগের বছরও চ্যাম্পিয়ন হয়েছিলাম।' 

রাজ্জাক আরও যোগ করেন, 'আমাদের জন্য চার বছরের মধ্যে তিনটি চ্যাম্পিয়নশিপ এবং একটি রানার্স আপ- আমি মনে করি দুর্দান্ত পারফর্মেন্স একটি দল হিসেবে।'

উল্লেখ্য উত্তরাঞ্চলের বিপক্ষে আজ ষষ্ঠ রাউন্ডের শেষ দিন জয়ের জন্য দক্ষিণাঞ্চলের প্রয়োজন ছিলো মাত্র ৩৩ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় রাজ্জাকের দল। 

এর আগে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ সালে টানা দুটি বিসিএল শিরোপা জয় করেছিলো দক্ষিণাঞ্চল। এরপর ২০১৬ সালে রানার্স আপ হয়েছিলো তারা। পরবর্তীতে গত বছর আবারো শিরোপা ঘরে তোলে দলটি।