বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

ফ্লোরিডা থেকে আত্মবিশ্বাস নিচ্ছে বাংলাদেশ

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 17:32 বুধবার, 19 ডিসেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

গত উইন্ডিজ সফরে প্রথম টি টুয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিলো সাকিব আল হাসানের বাংলাদেশ। কিন্তু ফ্লোরিডাতে অনুষ্ঠিত এর পরের দুই ম্যাচে যথাক্রমে ১২ এবং ১৯ রানের জয় দিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছিলো টাইগাররা। 

মূলত এই কারণেই সিলেটের মাঠে উইন্ডিজদের বিপক্ষে পরাজয়ের পরও আত্মবিশ্বাসে ভাঙ্গন ধরেনি বাংলাদেশ ক্রিকেট দলের বলে মনে করছেন ওপেনার সৌম্য সরকার।

তাঁর বিশ্বাস বৃহস্পতিবার দ্বিতীয় টি টুয়েন্টিতে জয় দিয়ে আবারো ফ্লোরিডার স্মৃতি ফিরিয়ে আনবে টাইগাররা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সৌম্য বলেছেন, 'শেষ সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা প্রথম ম্যাচ হেরেছিলাম, পরের দুই ম্যাচে আমরা ভালো ভাবে ফিরে এসেছিলাম।' 

প্রথম টি টুয়েন্টিতে ক্যারিবিয়ানদের কাছে একেবারেই দাঁড়াতে পারেনি বাংলাদেশ। দলের বোলার এবং ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮ উইকেটের বড় পরাজয় বরণ করে নিতে হয়েছিলো তাদের।

তবে এই ম্যাচে আগের ভুলগুলো শুধরে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন সৌম্য। চ্যালেঞ্জ নিতে সদা প্রস্তুত থাকা এই টাইগার ব্যাটসম্যান গণমাধ্যমকে বলেছেন,

'অবশ্যই চ্যালেঞ্জ তো সবসময় নেয়ার জন্য প্রস্তুত। একটা ম্যাচ পিছিয়ে আছি আমরা, চেষ্টা করবো শক্তভাবে ফিরতে। প্রথম ম্যাচে যেই ভুল গুলো করেছি, যেমন শুরুতে কিছু উইকেট পড়েছে, সেটা যেন পরের ম্যাচে না হয়, তাহলে ভালো হবে।'