বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

কোচের সঙ্গে দ্বিমত পোষণ সৌম্যের

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 16:08 বুধবার, 19 ডিসেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে অহেতুক উইকেট বিলিয়ে দেওয়ায় টাইগার ব্যাটসম্যানদের 'অতিরিক্ত আত্মবিশ্বাসী' বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। বুধবার দিন এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার।

সিলেটের টি-টুয়েন্টি ম্যাচটিতে ক্যারিবিয়ানদের গতিময় পেস বোলিংয়ে ভীত ছিল না বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। তাঁদের আগুন ঝরা বোলিংয়ের সামনে এসে হাত খুলে মারার চেষ্টা করেছে টাইগাররা।

কিন্তু ব্যর্থ হয়ে উইকেট বিলিয়ে দেওয়ায় শিষ্যদেরকে 'অতিরিক্ত আত্মবিশ্বাসী' বলে মন্তব্য করেছিলেন নেইল ম্যাকেঞ্জি। সেই কথার জের ধরে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সৌম্য জানিয়েছেন,

'না ওইরকম কিছু দেখি নি। আত্মবিশ্বাসী, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী কাউকে দেখি নি।'

অথচ দুইদিন আগেই আগুন দিয়ে আগুনের বিপক্ষে লড়াই করার চেষ্টায় ব্যর্থ হয়েছে টাইগার ব্যাটসম্যানরা, উল্লেখ করে ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি বলেছিলেন,

'আমার মনে হয় এটা ছিল অতিরিক্ত আত্মবিশ্বাস, আগুনের বিপক্ষে আগুন দিয়ে লড়াই করা। মাঝে মাঝে আপনাকে বাড়তি আক্রমণের সাথে মানিয়ে নিতে হবে। অতীতে যখন আমি দেখতাম ব্যাটসম্যানরা পেস বোলিংয়ে পরাস্ত হচ্ছে তখন আমি কিছুটা চিন্তিত ছিলাম। 

'আজ (সোমবার) আমরা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে গিয়েছি। যদি আপনি তিনটা আউট দেখেন, লিটন দাস সামনে এসে মারতে যাচ্ছে ১৪০ গতির বোলারকে। যা করার জন্য আপনার সাহসের প্রয়োজন, নিজের ভেতরের আত্মবিশ্বাসের প্রয়োজন।'

সেই ম্যাচে ৪৩ বলে আটটি চার ও দুটি ছয়ে ৬১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন টাইগারদের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের ইনিংসের ব্যাপারে সৌম্যের মতামত,

'সাকিব ভাই একা টেনে নিয়ে গেছে। সাকিব ভাইর সাথে যদি আমরা আরেকজন রান করতাম তাহলে ১৩০ এর জায়গায় ১৬০ হয়ে যেত। তখন খেলার ধরন অন্য রকম হতে পারতো। বোলারদের আত্মবিশ্বাসও বেশি থাকতো।'