বাংলাদেশ - উইন্ডিজ সিরিজ

ভয়, সাহস ও শর্ট বল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:44 বুধবার, 19 ডিসেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

প্রথম টি-টুয়েন্টিতে উইন্ডিজ বোলারদের বিপক্ষে শর্ট বলে উইকেট দিয়ে এসেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সিলেটের শর্ট বলের ভূত ঢাকাতেও 'বিগ ফ্যাক্টর' হতে পারে। উইন্ডিজ পেসারদের বাড়তি গতির সুবিধা না নিয়ে উল্টো অতি আক্রমণের পথ বেঁছে নিয়েছিল তামিমরা।

প্রশ্ন উঠছে, শর্ট বলের ভয়েই কি বাংলাদেশি ব্যাটসম্যানরা ব্যর্থ হচ্ছে? সিলেটে শর্টের বিপক্ষে পুল শট খেলতে গিয়ে আউট হওয়া সৌম্য জানালেন ভিন্ন কথা। তিনি জানান,

'চিন্তা না, আমার কাছে মনে হয় ওরা শর্ট বল করেছে, আমরা দৌড়ে মারতে গিয়েছি। এটা সাহসের ব্যাপার। শর্ট বলের মধ্যেও জোরে বলে মারতে গিয়েছি। আমরা পিছিয়ে গিয়ে আউট হলে বলা যেত যে আমরা শর্ট বলের ভয়ে আউট হয়েছি।

'সামনে গিয়ে আউট হয়েছি। আমরাও জোরে বল আরও জোরে মারতে গিয়ে আউট হয়েছি। আমরা যদি ক্লেভারলি বুদ্ধি খাটিয়ে প্লেসিং করার চেষ্টা করতাম, টাইমিং করে খেলতাম তাহলে ভালো হত।'

বাংলাদেশ দলের খেলোয়াড়রা সাধারণত ঘরের মাঠে এমন গতিময় বোলিংয়ের বিপক্ষে খেলে থাকেন না। এখানকার কন্ডিশন মোতাবেক বেশীরভাগ সময়ই স্পিনের বিপক্ষে খেলে থাকে টাইগাররা।

হুট করে এমন গতিময় বোলিংয়ের বিপক্ষে মানিয়ে নিতে শুরুর দিকে একটু সমস্যা হতেই পারে। দ্রুত এসব বিষয়ে মানিয়ে নিতে হবে বলেও মনে করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সৌম্য বলেছেন,

'শর্ট বল খেলা তো সাহসিকতার ব্যাপার। আমরা ভয়ে আউট হয়েছি কিনা সেটার কথা বলছিলাম। আপনারা দেখছেন যে আমরা সবাই ভয়ের জন্য আউট হয়েছি। হয়তোবা টেস্ট ম্যাচ হলে একটা কথা। টি-টুয়েন্টিতে আপনাকে খেলতে হবে, না খেললে রান করার একটা উপায় কমে যাবে। আমি বললাম, ভয়ের কিছু নাই।

'আর আমরা অনেক উন্নতি করেছি। শেষ কয়েক ম্যাচে আমরা শট বলে তেমন আউট হয় নি। আর আমাদের যেই কন্ডিশনে খেলা হয় সেখানে বেশিরভাগ স্পিন খেলি, এখান হঠাৎ যখন আপনি একজন কুইক বোলারকে খেলতে শুরুর দিকে একটু সমস্যা হয়। কিন্তু ওটা আমাদের মানিয়ে নিতে হবে।'