বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

ঢাকার আবহাওয়া পেসারদের পক্ষে

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 15:41 বুধবার, 19 ডিসেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বর্তমানে সারা দেশে চলছে শৈত্য প্রবাহ। ফলে ঢাকাতে বেশ ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। তবে এই ঠান্ডাতে পেস বোলারদের খুব একটা সমস্যা হবে না বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার। 

তাঁর মতে শীতকালে খেলা হওয়ার কারণে পেসারদের বোলিং করার সময় বেশি গলদঘর্ম হতে হবে না ম্যাচটিতে। পাশাপাশি ​​​​​​এরূপ আবহাওয়াতে উইন্ডিজ বোলাররা সহজেই মানিয়ে নিতে পারবেন বলে বিশ্বাস সৌম্যর। এই কারণে উইন্ডিজ পেসারদের দেখে শুনে খেলার প্রতি মনোযোগ দিচ্ছেন তিনি।

সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে সৌম্য বলেছেন, 'এমন আবহাওয়ায় পেস বোলাররা একটু সুবিধা পেয়ে থাকে। আমাদের ওইভাবেই কাজ করতে হবে। আমাদের শুরুতে কিছু ওভার দেখতে হবে।'

শুধু প্রতিপক্ষ বোলারদের দেখে শুনে খেললেই হবে না, বরং টি টুয়েন্টি ফরম্যাট বিবেচনা করে খেলতে হবে দলের প্রত্যেক ক্রিকেটারকে বলে বিশ্বাস করেন সৌম্য। এই আবহাওয়ায় নিজেদের মানসিক দৃঢ়তা বৃদ্ধি করার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন টাইগার এই ব্যাটসম্যান। বলেছেন,  

'আমাদের আবার টি-টুয়েন্টি হিসেবে খেলতে হবে। তবে সেটি নিয়ে করলে হবে না। আজ আমাদের অনুশীলন আছে একই আবহাওয়ায়। মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে কালকের জন্য।'

উল্লেখ্য বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় দ্বিতীয় টি টুয়েন্টিতে মাঠে নামবে উইন্ডিজ এবং স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় দিয়ে এরই মধ্যে সিরিজে এগিয়ে গিয়েছে ক্যারিবিয়ানরা।