অস্ট্রেলিয়া- ভারত সিরিজ

পার্থে লায়নের জাদুতে এগিয়ে অস্ট্রেলিয়া

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:58 রবিবার, 16 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

পার্থে বর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ১৭৫ রানের লিড পেয়ে গিয়েছে তাঁরা, হাতে আছে ছয় উইকেট।

৪৩ রানে এগিয়ে থাকা অজিরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত করেছে চার উইকেটে ১৩২ রান। উদ্বোধনী জুটিতে ভালোভাবেই রান তুলছিলেন মার্কাস হ্যারিস এবং অ্যারন ফিঞ্চ। 

কিন্তু দলীয় ৩৩ রান হওয়ার পরেই ভারতীয় পেসার মোহাম্মদ শামির বলে ডান হাতের আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ফিঞ্চ (২৫)। ফিঞ্চ ফেরার কিছুক্ষণ পরই হ্যারিস (২০) বোল্ড হন জাসপ্রিত বুমরাহর বলে। 

এরপর শন মার্শ (৫), পিটার হ্যান্ডসকম্ব (১৩) এবং ট্রাভিস হেড (১৯) অল্প রান করেই সাজঘরে ফেরেন। তবে নিষ্ঠার সাথেই একপ্রান্ত সামলে যাচ্ছেন তিনে নামা উসমান খাওয়াজা। 

এখন পর্যন্ত ১০২ বলে পাঁচ বাউন্ডারিতে ৪১ রানে অপরাজিত তিনি। সঙ্গী অধিনায়ক টিম পেইন (৮*)। ভারতীয়দের হয়ে দুটি উইকেট পেয়েছেন শামি।

এর আগে দিনের শুরুতে ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। নিজের ২৫তম টেস্ট সেঞ্চুরি তুলে নিতে নিতে দারুণ এক রেকর্ডও গড়েছেন তিনি।

ভারতীয় ক্রিকেট গ্রেট শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছয়টি সেঞ্চুরির রেকর্ডের যৌথ মালিক এখন শচীন ও কোহলি।

এছাড়া আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে (৫১) এদিনে কিছুটা আগেই থেমেছেন। কোহলি করেন ২৫৭ বল খেলে ১৩ আর ১ ছক্কায় ১২৩ রান। 

হানুমা বিহারি (৩৬) আর উইকেটরক্ষক রিশভ পান্ত (২০) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা আর সফল হয়নি। ২৮৩ রানে অলআউট হয় ভারত। সফরকারিদের এদিনে একাই থামিয়েছেন অফস্পিনার ন্যাথান লায়ন। 

৬৭ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন তিনি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া দল ৩২৬ রানে অলআউট হয়েছিল।

সংক্ষিপ্ত স্কোরঃ

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৩২৬/১০ 
(মার্কাস হ্যারিস ৭০; ইশান্ত ৪/৪১)
ভারত প্রথম ইনিংসঃ ২৮৩/১০ 
(কোহলি ১২৩, রাহানে ৫১; লায়ন ৫/৬৭)
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসঃ ১৩২/৪
(খাওয়াজা ৪১*; শামি ২/২৩)