বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

সাকিব, রিয়াদের জুটি ভাঙ্গলেন পাওয়েল

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:08 মঙ্গলবার, 11 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

সংক্ষিপ্ত স্কোরঃ 

বাংলাদেশঃ ১৯৯/৪ (৪১ ওভার) (সাকিব- ৩৫*, সৌম্য- ১*)

টসঃ উইন্ডিজ (ফিল্ডিং)

ফিরলেন মাহমুদুল্লাহঃ 

সাকিব আল হাসানের সাথে অর্ধশতক জুটি হাঁকিয়ে অবশেষে উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েলের বলে সাজঘরে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৪১ তম ওভারের তৃতীয় বলে পাওয়েলের লেন্থ বলটি তুলে মারতে গিয়ে শিমরন হেটমায়ারের হাতে ধরা পড়েন তিনি। ফলে ৩০ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রিয়াদকে। আর এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৯৯ রান। 

রান বাড়াচ্ছিলেন সাকিব, রিয়াদঃ 

দলীয় ১৩২ রানের মাথায় মুশফিক আউট হয়ে ফিরলে দলের হাল ধরেছেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তাঁদের ব্যাটে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশ। ৬১ রানের জুটি গড়েছিলেন সাকিব এবং রিয়াদ। 

তামিমের পর মুশফিকের বিদায়ঃ 

ওশানে থমাসের করা ২৭তম ওভারের চতুর্থ বলটি কাট করতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু বলটি ব্যাটের কোনায় লেগে উইকেটরক্ষক শাই হোপের হাতে ধরা পড়ে। ফলে সমাপ্তি ঘটে তাঁর ৮০ বলে ৬২ রানের ইনিংসটির। 

অর্ধশতক হাঁকিয়ে সাজঘরে তামিমঃ 

৬৩ বলে ৫০ রানের ঝলমলে একটি ইনিংস খেলে অবশেষে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। দেবেন্দ্র বিশুর করা ২৪তম ওভারের তৃতীয় বলটি স্লগ করতে গিয়ে কিমার রোচের হাতে ধরা পড়েন তামিম। 

১২ হাজারি ক্লাবে তামিমঃ 

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১২ হাজারি রানের ক্লাবে পা রেখেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। উইন্ডিজদের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডের আগে এই মাইলফলকে পা রাখতে তাঁর প্রয়োজন ছিলো ৪৭ রান।

৬১ বলে দারুণ একটি অর্ধশতক হাঁকিয়ে এরই মধ্যে এই ক্লাবে পা রেখেছেন তামিম। টাইগার ওপেনারের পাশাপাশি অর্ধশতক হাঁকিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫১ রানে অপরাজিত আছেন তামিম। আর মুশফিক ব্যাট করছেন ৫৭ রানে।  

তামিম, মুশফিকের ঝড়ো ব্যাটিংঃ 

দলীয় ১৪ রানে ইমরুল কায়েসের উইকেটটি হারানোর পর তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই দুই ব্যাটসম্যান এরই মধ্যে ৭৪ রানের জুটি গড়ে ফেলেছেন। বর্তমানে বেশ হাত খুলেই খেলছেন তাঁরা।  রস্টন চেজের ১৪ তম ওভার থেকে মুশফিক এবং তামিম ১৩ রান নেন।

রিভিউ নিয়েও ব্যর্থ উইন্ডিজঃ 

কিমার রোচের করা নবম ওভারের প্রথম বলটি বা পায়ের প্যাডে লেগেছিলো ওপেনার তামিমের। এরপর আম্পায়ারের কাছে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন তোলেন উইন্ডিজ পেসার রোচ। কিন্তু আম্পায়ার সাড়া না দিলে রিভিউয়ের আবেদন করেন তিনি।

পরবর্তীতে টিভি রিপ্লেতে দেখে আম্পায়ার নিশ্চিত হন যে এটি আউট ছিলো না। এর ফলে রিভিউয়ে  সুযোগ নষ্ট হলো ক্যারিবিয়ানদের। 

শূন্য রানে ইমরুলের বিদায়ঃ 

ওশানে থমাসের চতুর্থ ওভারের তৃতীয় বলটি অফসাইডের কিছুটা বাইরেই ছিলো। কিন্তু বলটি ইমরুল কায়েসের ব্যাটের কোনায় লেগে ধরা পড়ে উইকেটরক্ষক শাই হোপের হাতে। ফলে বিনা রানেই ফিরতে হয় ইমরুলকে।  

ইনজুরিতে লিটনঃ

উইন্ডিজ পেসার ওশানে থমাসের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি ঠেকাতে গিয়ে পিছনের গোড়ালিতে লাগে ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাসের। এরপর কিছুক্ষণ মাঠে বসে থাকতে দেখা যায় তাঁকে।পরবর্তীতে পায়ের আঘাত নিয়েই মাঠ ছাড়েন তিনি। লিটনের বদলে এরপর ক্রিজে নেমেছিলেন ইমরুল কায়েস।

​​​ব্যাটিংয়ে বাংলাদেশঃ 

উইন্ডিজদের বিপক্ষে আজ শুরুতে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। এরপর শুরুতে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন কুমার দাস। 

উল্লেখ্য প্রথম ম্যাচে দারুণ এক জয়ের পর আজ অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে মাশরাফি বিন মর্তুজার দল। তবে একটি পরিবর্তন এসেছে উইন্ডিজ দলে। কাইরন পাওয়েলের পরিবর্তে আজ খেলছেন চন্দরপল হেমরাজ।  

বাংলাদেশ একাদশঃ 

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 

উইন্ডিজ একাদশঃ 

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, রস্টন চেজ, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, কিমার রোচ, কিমো পল, ওশানে থমাস।