পিএসএল ২০১৯

ডি-ভিলিয়ার্সদের অধিনায়ক হাফিজ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:43 রবিবার, 09 ডিসেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) আসন্ন আসরের জন্য অধিনায়কের নাম ঘোষণা করেছে লাহোর কালান্দার্স। নতুন মৌসুমে দলটিকে নেতৃত্ব দিবেন মোহাম্মদ হাফিজ। 

রবিবার কালান্দার্স কর্তৃপক্ষ হাফিজকে নেতৃত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এবারই প্রথম পিএসএলে অধিনায়কত্ব করবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। 

অধিনায়কত্ব পাওয়ার পর নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন হাফিজ। জানিয়েছেন, শিরোপা জিততে মরিয়া হয়ে আছে লাহোর। ডানহাতি এই ব্যাটসম্যান জানান,

'কালান্দার্সকে নেতৃত্ব দেয়া আমার জন্য বড় একটি চ্যালেঞ্জ। যদিও এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি আমি। দলকে শিরোপা জিতাতে চাই, এটাই মূল লক্ষ্য আমার।'

পিএসএলের নতুন আসরের জন্য শক্তিশালী দল সাজিয়েছে লাহোর। এবারের আসরে ডি ভিলিয়ার্স-কোরি অ্যান্ডারসনদের মতো বিশ্ব মাতানো তারকাদের দলে নিয়েছে তাঁরা।

লাহোর কালান্দার্স স্কোয়াডঃ এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মাদ হাফিজ (অধিনায়ক), কার্লোস ব্রাথওয়েট, কোরি অ্যান্ডারসন, সন্দিপ লামিচানে, হ্যারিস সোহেল, মোহাম্মাদ ইমরান, উমাইর মাসুদ, মাজ খান, গোহার আলি, হারিস রউফ, আইজাজ চিমা, ফখর জামান, ইয়াসির শাহ, শাহিন আফ্রিদি, অ্যান্টন ডেভচিচ, রাহাত আলি, আঘা সালমান, সোহেল আখতার, হাসান খান।