১০০ বলের ক্রিকেট

একশ বলের ক্রিকেটকে স্বাগত জানাল ইংল্যান্ড

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:44 বৃহস্পতিবার, 29 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০ সালেই ইংল্যান্ডে আসছে ১০০ বলের প্রতিযোগিতামূলক ক্রিকেট। বোর্ডের এক সভায় এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। 

এই ১০০ বলের ক্রিকেটে ওভার গণনা করা হবে প্রতি দশ বলে। একজন বোলার একটানা পাঁচ বা দশ বলের বেশি করতেও পারবেন না এই ফরম্যাটের ক্রিকেটে। এক বিবৃতিতে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়,

'ক্রিকেট কমিটি আমাদের নতুন প্রতিযোগিতামূলক ক্রিকেটের কথা বলেছে। বোর্ড এতে সম্মতি দিয়েছে। ১০০ বলের ক্রিকেটে প্রতি দশ বল পর পর দিক পরিবর্তন করা হবে।

'একজন বোলার একটানা পাঁচ অথবা দশ বল করতে পারবে। পুরো ম্যাচে তাঁরা করতে পারবে সর্বোচ্চ বিশ বল।'

উল্লেখ্য, ১০০ বলের ক্রিকেটের প্রস্তাব ইসিবিকে গত বছরেই দিয়েছিল ইংল্যান্ডের কাউন্টি দলগুলো। তবে তাঁদের নিয়ম কিছুটা অন্যরকম ছিল। স্বাভাবিক নিয়মে ছয় বলে ওভার গণনা করার পরামর্শ দিয়েছিল তাঁরা।  

স্বাভাবিকভাবে ১৫ ওভার (৯০ বল) হয়ে যাওয়ার পরে শেষ ওভারে ১০ বল করার পরামর্শ ছিল তাঁদের। সেভাবে বেশ কিছু ম্যাচও হয়েছে ইংল্যান্ডের বিভিন্ন স্তরে।

কিন্তু এবার কিছুটা ভিন্ন নিয়মে হাঁটছে ইসিবি। 'এই বছরে ১০০ বলের ক্রিকেট অনেক উন্নতি করেছে। তবে এটা নিয়ে অনেক গঠনমূলক সমালোচনা হয়েছে। ইংল্যান্ড এবং ওয়েলসের সব জায়গায় ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এসব সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।'