পিএসএল-৪

পাকিস্তানে খেলতে উদগ্রীব নারিন, ব্রাভোরা

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 11:31 রবিবার, 25 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট || 

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চতুর্থ আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন উইন্ডিজ তারকা স্পিনার সুনীল নারিন।

এরই মধ্যে টুর্নামেন্টটিতে অংশ নিতে পাকিস্তান সফরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন এই ক্যারিবিয়ান। কেননা আগামী পিএসএলের ফাইনাল সহ শেষ আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানেই।

এই নিয়ে ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় উইন্ডিজ ক্রিকেটার হিসেবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার ব্যাপারটি নিশ্চিত করলেন নারিন। 

এদিকে গ্ল্যাডিয়েটর্সদের সাথে খেলতে বর্তমানে মুখিয়েই আছেন নারিন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।

পাকিস্তানে অনুষ্ঠিতব্য ফাইনালে তাঁর দল পা রাখবে এবং শিরোপাও জিতবে বলে আশাবাদী এই ক্যারিবিয়ান। টুইট বার্তায় তিনি বলেছেন, 

'কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অংশ হতে পারি আমি রোমাঞ্চিত এবং আশা করি আমরা পাকিস্তান সফরে যাব তোমাদের (সমর্থক) জন্য শিরোপা জিততে।' 

কিছুদিন আগে উইন্ডিজ অলরাউন্ডার ব্রাভোও পাকিস্তানে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। টুইটারের সেই বার্তায় তিনি কোয়েটাকে ধন্যবাদ দিয়ে তিনি বলেছিলেন, 

'আমি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ধন্যবাদ জানাতে চাই আমাকে দলে নেয়ার জন্য এবং সুযোগ করে দেয়ার জন্য পিএসএল ২০১৯ এ খেলতে। পাকিস্তান! চ্যাম্পিয়নরা আসছে ওখানে। আমাদের সমর্থন করো, পাকিস্তানে ২০০৬ সালের পর এই প্রথম আমি খেলব এবং আমি আসলেই সেখানে খেলতে মুখিয়ে হয়ে আছি।'