পাকিস্তান সুপার লিগ

পিএসএলে দল পাননি কোনো বাংলাদেশি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:50 মঙ্গলবার, 20 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। এই টুর্নামেন্টের ছয় দলের কেউই আগ্রহ দেখায়নি বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি।

এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তারা হলেন হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান, পেস বোলিং অলরাউন্ডার আরিফুল হক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান।

প্রতিটি দলই ২০ জনের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে। এদিকে পিএসএলের দল পেশওয়ার জালমি বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছিল।

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে তারা ছেড়ে দিয়েছে ২০১৯ সালের আসরের আগে।

ফলে এই দুই ক্রিকেটার উন্মুক্ত ছিলেন পিএসএলের ড্রাফটে। এছাড়া, পিএসএলে দল পাননি বাংলাদেশের আরেক অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।

তিনি গত আসরে পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডয়েটর্সরের হয়ে খেলেছিলেন। তার প্রতিও আগ্রহ দেখায়নি কোনো দল।