পিএসএল ২০১৯

স্মিথ-ভিলিয়ার্স দ্বিধাদ্বন্দ্বে লাহোর

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 13:41 মঙ্গলবার, 20 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

স্টিভ স্মিথ এবং এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। তাঁর মন বলছে ডি ভিলিয়ার্সের নাম আর ব্রেইন বলছে স্মিথের নাম। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চতুর্থ আসরের নিলামের আগে এমনই জানিয়েছেন তিনি।

গেল আসরে টেবলের সবার নীচে থেকে পিএসএল শেষ করেছিল লাহোর। যেকারণে নিয়ম অনুযায়ী প্লেয়ার্স ড্রাফট থেকে সবার আগে ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পাবেন তিনি। যেকারণে সবার আগে কাকে দলে নিবেন সেটা নিয়ে দ্বিধায় আছেন রানা।

এর আগের তিন আসরের একবারও শেষ চারে জায়গা করে নিতে পারে নি দলটি। তাই তাঁদের মূল লক্ষ্য একজন ভালো অধিনায়ককে দলে ভেড়ানো। পিএসএল ড্রাফটের আগে ক্রিকইনফোকে রানা বলেন,

'মন বলছে ডি ভিলিয়ার্স কিন্তু ব্রেইন আটকে আছে স্মিথে। তাই সময় নিতে চাইছি। সময় নিয়েই সিদ্ধান্ত নিব কাকে সবার আগে দলে ভেড়াবো। যেহেতু প্রথমবার ডাকার সুযোগটা আমাদের তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। 

আমি জানি বাকি দলগুলোও এই দুজনের দিকে চেয়ে আছে। প্রথম রাউন্ডে দুইবার সুযোগ পাব আমরা যেটা ভালো আমাদের জন্য। আমরা একজন ভালো অধিনায়ককে চাইছি যে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে এবং শিরোপা জেতাতে সাহায্য করবে।'

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার থাকছেন এবারের আসরের নিলামে। আসন্ন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটেরর জন্য সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছেড়ে দিয়েছিল পেশোয়ার জালমি। 

সেই সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদকেও নিলামের জন্য ছেড়ে দেয় তাঁর দল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। ড্রাফটে সবচেয়ে বড় নাম পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। নতুন আসরের জন্য তাঁকে ধরে রাখেনি করাচি কিংস। তাই বড় সুযোগ রয়েছে বাকি দলগুলোর সামনে তাঁকে দলে নেয়ার।