অস্ট্রেলিয়া-ভারত সিরিজ

রোহিতকে থামানো অসম্ভবঃ ম্যাক্সওয়েল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:36 সোমবার, 19 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল মনে করেন ভারতের ওপেনার রোহিত শর্মা যখন ছন্দে থাকেন তখন তাঁকে থামানো অসভম্ভব। সম্প্রতি অস্ট্রেলিয়ার এক ওয়েবসাইটে সাক্ষাতকার দেয়ার সময় এমনই মন্তব্য করেছেন তিনি।

ম্যাক্সওয়েল আরও মনে করেন, রোহিত যখন ব্যাট করেন তখন ক্রিকেট খেলা দেখতে খুব সহজ মনে হয়। পেস এবং স্পিনের বিপক্ষে দারুণ একজন ব্যাটসম্যান তিনি। রোহিতের বড় শট খেলার ক্ষমতা আছে জানিয়ে ম্যাক্সওয়েল বলেন,

তাকে আপনি কোনোভাবেই থামাতে পারবেন না। এটা অসম্ভব। অনায়াসে বড় শট খেলতে পারে রোহিত। দেখে যেন মনে হয় অন্যদের থেকে সে শট নেয়ার জন্য বেশি সময় পাচ্ছে। ব্যাটিংকে খুব সহজ দেখায় তার কাছে।

আর রোহিতের ব্যাটিং দেখার মজা এখানেই। রোহিত ব্যাট করলে ক্রিকেট খেলাটাকেই খুব সরল দেখায়। পেস এবং স্পিন, উভয়ের বিরুদ্ধেই রোহিত দারুণ। যদি চায়, তবে মাইলখানেক দূরত্বেও বল ফেলতে পারে।’

ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত। আর এই ফরম্যাটে এতোগুলো দ্বিশতক হাঁকানো মুখের কথা নয় মনে করেন ম্যাক্সওয়েল। সেই সঙ্গে ম্যাক্সওয়েল আরও মনে করেন চাপের মধ্যে আরও ভাল পারফর্ম করার ক্ষমতা রাখেন এই ভারতীয়। আরও বলেন,

‘সীমিত ওভারের ক্রিকেটে রোহিত হলেন দুর্দান্ত এক তারকা। ওয়ানডে ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি মোটেই মুখের কথা নয়। রোহিতকে আসলে থামানো যায় না। ও রিল্যাক্সড থাকে। চাপে পড়ে না। পরিস্থিতিকে মাথায় চড়তে দেয় না।’