অস্ট্রেলিয়া- ভারত সিরিজ

অজি পেসারদের উচ্চতা ভাবাচ্ছে ভারতকে

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 12:00 সোমবার, 19 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ান পেসারদের উচ্চতা নিয়ে দুশ্চিন্তায় ভারত। অজি পেসারদের উচ্চতা সমস্যা ছিল না, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা অতটা লম্বা না হওয়ায় টেস্টে কিছুটা বাড়তি সুবিধা পায় পেসাররা।

আর এটা নিয়েই যত ভাবনা ভারতের। দলের সহ অধিনায়ক রোহিত শর্মা মিডিয়ার সামনে জানিয়েছেন,

'পার্থ বা ব্রিসবেনে আমাদের সবসময় খেলা থাকে। এবার আমাদের পার্থে খেলা আছে। এই দুটো কন্ডিশন বেশ চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন লম্বা বোলার আছে, তাঁরা তাঁদের ব্যবহার করতে চাইবে।

'কেননা ভারতীয় ব্যাটসম্যানরা এতো বেশি লম্বা নয়। অবশ্যই তাঁদের মোকাবেলা করা আমাদের জন্য সহজ হবে না। তবে আমাদের ছেলেরা ভাল ফলাফল করার জন্য মুখিয়ে আছে। এবার আমরা ভাল খেলব।'

তবে অজিদের সাম্প্রতিক পারফর্মেন্স এবং ভারতের আত্মবিশ্বাসী পারফর্মেন্স স্বপ্ন দেখাচ্ছে রোহিতকে। তিন ফরম্যাটে দুর্দান্ত পারফর্মেন্স করতে মুখিয়ে আছে ভারতীয় দল। রোহিত আরও জানান, 

'আমরা প্রত্যেকেই এখানে জিততে চাই এবং দলীয় পারফর্মেন্স করেই জিততে চাই। শেষবার আমরা যখন এখানে টেস্ট সিরিজ খেলেছি, আমরা দুইটি ম্যাচে হেরেছি এবং একটিতে ড্র করেছি। বেশ কয়েকটা ম্যাচে আমাদেরও জয়ের সুযোগ ছিল যা আমরা কাজে লাগাতে পারিনি।

'এবার আমরা সেই সব সুযোগ কাজে লাগাতে চাই। তিন ফরম্যাটেই আমাদের দলের মনোবল অনেক শক্ত এবং আমরা মুহূর্তগুলো উপভোগ করতে চাই। অস্ট্রেলিয়ার মতো জায়গায় ভাল পারফর্ম করলে সেটা অবশ্যই ভাল লাগবে।'