বাংলাদেশ- উইন্ডিজ সিরিজ

আত্মবিশ্বাসকেই মূলমন্ত্র মানছেন রোডস

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:56 রবিবার, 18 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের আগে টানা আট ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ছিল বাংলাদেশ দল। এমনটি সেই আট ইনিংসে দলীয় দুইশ রানও করতে পারেনি টাইগাররা।

মূলত আত্মবিশ্বাসের অভাবেই দলের ব্যাটসম্যানরা টেস্টে রান পায়না বলে মনে করছেন টাইগার হেড কোচ স্টিভ রোডস। প্রথমে ব্যাটিং ব্যর্থতা নিয়ে তিনি জানিয়েছেন,

'আমাদের টপ অর্ডার সেভাবে এখনও খেলতে পারেনি। মাঝে মধ্যে ক্রিকেটে এমন হয়। সবসময় রান করা সম্ভব হয়না। ইমরুলের উদাহরণ দেওয়া যেতে পারে।

'তাঁর ওয়ানডেতে দারুণ ফর্ম যাচ্ছে। কিন্তু সে লাল বলের ক্রিকেটে সেই ফর্ম ধরে রাখতে পারছে না। আমাদের ব্যাটসম্যানদের প্রতি আমরা আশাবাদী।'

এরপরে ব্যাটসম্যানদের উইকেটে টিকে থেকে আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়েছেন রোডস। রবিবার দিন গণমাধ্যমের সামনে আরও জানিয়েছেন,

'সাদা বলের ক্রিকেটে ইমরুল আত্মবিশ্বাসী হয়েই ব্যাটিং করে। কিন্তু লাল বলের ক্রিকেটে সে এতোটা আত্মবিশ্বাসী থাকে না। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ইমরুল-লিটন পঞ্চাশ রানের জুটি গড়েছে।'

'তাঁরা জানে কিভাবে লাল বলের ক্রিকেটে খেলতে হয়। আমার মনে হয় উইকেটে টিকে থাকতে থাকতে আত্মবিশ্বাস বেড়ে যায়। তাদেরও এমনটাই করতে হবে।'