বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

জিম্বাবুয়ে সিরিজ উইন্ডিজদের মোকাবেলার নিখুঁত প্রস্তুতিঃ রোডস

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:54 রবিবার, 18 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজকে উইন্ডিজ সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করার সেরা মঞ্চ ছিল বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস।

তার বিশ্বাস জিম্বাবুয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমাণিত করেছে। সিলেট কিংবা মিরপুর দুই জায়গাতেই বাংলাদেশের সাথে দারুণ লড়াই জমিয়েছে জিম্বাবুয়ে এমনটাই বিশ্বাস টাইগার কোচের।

"আমি মনে করি সিলেটে এবং মিরপুরে জিম্বাবুয়ে সবদিক দিয়েই আমাদের সাথে লড়াই করেছে। অনেকেই ১-১ ফলাফল এবং কঠিন লড়াইয়ে বিস্মিত হতে পারে। আমি মনে করি এটা ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়তে সাহায্য করবে। আয়ত্বের মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। জিম্বাবুয়ে নিজেদের কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত করেছে।"

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য ছিল টেস্ট সিরিজ জয়। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫১ রানের ব্যবধানে হারের পর বাংলাদেশ দল চেয়েছিল যেভাবেই হোক সিরিজ  ড্র করতে।

"আমি মিরপুরের ফলাফল নিয়ে দারুণ খুশি ছিলাম কিন্তু আমরা ১-১ এর চেয়ে বেশি কিছু চেয়েছিলাম। যখন আমরা প্রথম ম্যাচে হেরে গেলাম, আমাদের নিশ্চিত করতে হয়েছিল সিরিজ সমতা।"

বাংলাদেশ সেই লক্ষ্যে সফল হয়েছে। জিম্বাবুয়ের সাথে ১-১ ব্যবধানেই সিরিজ ড্র করেছে। এই ড্র'ই উইন্ডিজ সিরিজের আগে অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাদেশ দলকে।