পাকিস্তান- নিউজিল্যান্ড সিরিজ

বোলারদের ম্যাচে এগিয়ে আছে পাকিস্তান

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:30 রবিবার, 18 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান। কিউইদের হারাতে তাঁদের দরকার ১৩৯ রান, হাতে আছে সবগুলো উইকেট।

উইকেটে আছেন দুই ওপেনার ইমাম উল হক এবং মোহাম্মদ হাফিজ। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৯ রানেই গুঁড়িয়ে যায় নিউজিল্যান্ড। পাকিস্তানকে জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে তাঁরা।

এদিনে ইয়াসির শাহ এবং হাসান আলীর তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। দুইজনই ভাগাভাগি করে নিয়েছেন পাঁচটি করে উইকেট। কিউইদের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন বেন ওয়াটলিং।

এছাড়া ৫৫ রান আসে হেনরি নিকলসের ব্যাট থেকে। শেষ ২৯ রানের মধ্যে ছয়টি উইকেট হারিয়েছে কিউইরা। মূলত তখনই ম্যাচ থেকে ছিটকে গিয়েছে তাঁরা।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-

টসঃ- নিউজিল্যান্ড (ব্যাটিং)
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ- ১৫৩/১০
(উইলিয়ামসন ৬৩, নিকলস ২৮; ইয়াসির ৩/৫৪)
পাকিস্তান প্রথম ইনিংসঃ- ২২৭/১০
(বাবর ৬২, শফিক ৪৩; বোল্ট ৪/৫৪)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ- ২৪৯/১০
(ওয়াটলিং ৫৯, নিকলস ৫৫; হাসান ৫/৪৫)
পাকিস্তান দ্বিতীয় ইনিংসঃ- ৩৭/০ (লক্ষ্য ১৭৬ রান)
(ইমাম ২৫*, হাফিজ ৮*)
তৃতীয় দিন শেষে জয়ের জন্য পাকিস্তানের দরকার ১৩৯ রান, হাতে আছে সবগুলো উইকেট।