পাকিস্তান- নিউজিল্যান্ড সিরিজ

কিউইদের ম্যাচে ফেরাল বোলাররা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 19:33 শনিবার, 17 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

আবুধাবি টেস্টের প্রথম দিনে নিজেদের ভরাডুবির পর দ্বিতীয় দিনে দলের বোলারদের সৌজন্যে পাকিস্তানকেও ডোবাল কিউইরা। নিজেরা ১৫৩ রানে অলআউট হওয়ার পরে পাকিস্তানকেও ২২৭ রানে অলআউট করেছে তাঁরা।  

আগের দিনে অবশ্য দায়িত্বশীল ব্যাটিংই করছিলেন আজহার আলী এবং হারিশ সোহেল। কিন্তু দলীয় ৯১ রানে দুজনেই ফিরে যান যথাক্রমে ২২ এবং ৩৮ রান করে। 

এরপরে ৮৩ রানের জুটি গড়েন বাবর আজম এবং আসাদ শফিক। ৪৩ রানে শফিক ফিরে গেলেও শেষ পর্যন্ত উইকেটে থেকে আজম করেছেন ৬২ রান। ট্রেন্ট বোল্টের চতুর্থ শিকার হয়ে শেষ উইকেটে মাঠ ছাড়েন তিনি।

শেষ ৫৩ রানে ছয়টি উইকেট হারায় পাকিস্তান। ফলে সঙ্গীর অভাবে দলকে ভাল মানের সংগ্রহ এনে দিতে ব্যর্থ হন বাবর আজম। কিউইদের হয়ে বোল্ট ছাড়াও উইকেটের দেখা পেয়েছেন সব বোলার।

কলিন ডি গ্র্যান্ডহোম এবং আজাজ প্যাটেল নিয়েছেন দুটি করে উইকেট। বাকী দুইটি উইকেট ভাগাভাগি করেছেন নেইল ওয়াগনার এবং ইশ সোধি।

এরপরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলের রানের খাতা খোলার আগেই হাসান আলীর বলে ফিরে যান কিউই ওপেনার টম ল্যাথাম। দ্বিতীয় দিন শেষে কিউইদের সংগ্রহ এক উইকেটে ৫৬ রান, পাকিস্তানের চেয়ে তাঁরা পিছিয়ে আছে ১৮ রানে।  
 
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-

টসঃ- নিউজিল্যান্ড (ব্যাটিং)
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ- ১৫৩/১০
(উইলিয়ামসন ৬৩, নিকলস ২৮; ইয়াসির ৩/৫৪)
পাকিস্তান প্রথম ইনিংসঃ- ২২৭/১০
(বাবর ৬২, শফিক ৪৩; বোল্ট ৪/৫৪)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ- ৫৬/১
(উইলিয়ামসন ২৭*, রাভাল ২৬*; হাসান ১/১২)
দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে কিউইরা পিছিয়ে আছে ১৮ রানে।