বাংলাদেশ ক্রিকেট লীগ

এবার বিসিএলেও প্লেয়ার ড্রাফট

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 19:03 শনিবার, 17 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

প্রথমবারের মতো প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত অনুযায়ী প্রথম শ্রেণীর ক্রিকেটের এই টুর্নামেন্টের (বিসিএল) সপ্তম আসর থেকে চালু হবে এই পদ্ধতি।

এর আগের আসরগুলোতে বিসিবির নির্বাচকরাই ক্রিকেটারদের দলগুলোতে ভাগ করে দিত। কিন্তু ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই আসর থেকে ড্রাফটের মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়াতে হবে দলগুলোতে।

মূলত টুর্নামেন্টটিকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করার উদ্দেশ্যেই প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি চালু করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জহুরুল ইসলাম অমির মতে প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি প্রতিটি দলকে সামঞ্জস্য করার ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। সাংবাদিকদের তিনি এই প্রসঙ্গে বলেছেন,  

'আমি মনে করি এটি প্রতিটি দলকে সামঞ্জস্য করার ক্ষেত্রে প্রভাব ফেলবে। কারণ কিছু দল অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে জাতীয় দলের ক্রিকেটাররা না থাকায়। একই সময়ে একজন ক্রিকেটার যদি তাঁর নিজের অঞ্চলকে প্রতিনিধিত্ব করতে পারে তাহলে তাঁর মধ্যে একটি অনুভূতি কাজ করবে দলকে নিজের করে নেয়ার এবং নিজের অঞ্চলের প্রতি ভালবাসাও কাজ করবে তাঁর।'

উল্লেখ্য এরই মধ্যে পূর্বের আসর থেকে বিসিএলের প্রতিটি দল ছয়জন ক্রিকেটারকে রেখে দিয়েছে। আগামী আসরে টুর্নামেন্টে অংশগ্রহণকারি দলগুলো হল ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল, ওয়ালটন মধ্যাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড উত্তরাঞ্চল।   

চলতি মাসের ২১ তারিখ শুরু হবে বিসিএলের সপ্তম আসর। প্রথম ম্যাচে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে ওয়ালটন মধ্যাঞ্চল।

অপরদিকে আরেকটি খেলায় বিসিবি উত্তরাঞ্চলের প্রতিপক্ষ ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। ম্যাচটি রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।