ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ

শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ক্যান্ডি টেস্ট

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:59 শনিবার, 17 নভেম্বর, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ক্যান্ডি টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য স্বাগতিক শ্রীলঙ্কার প্রয়োজন ৩০১ রান। চতুর্থ দিনে ৭ উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছে শ্রীলঙ্কা। এরপর বৃষ্টি বাঁধায় আগেই শেষ হয়ে যায় দিনের খেলা।

শেষ দিনে ইংল্যান্ডের লক্ষ্য ৩ উইকেট। শ্রীলঙ্কার হয়ে ২৭ রান নিয়ে ব্যাট করছেন নিরোশান ডিকওয়েলা। তিনিই লঙ্কান একাদশের শেষ স্বীকৃত ব্যাটসম্যান। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সমর্থন পেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেন তিনি।

এদিকে, ৯ উইকেটে ৩২৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ৩৪৬ রানে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান বেন ফোকস ৬৫ রানে অপরাজিত ছিলেন।

এর জবাবে ব্যাট করতে নেমেই দলীয় ২৬ রানের মধ্যে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটে সেই বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠে লঙ্কানরা।

চতুর্থ উইকেটে ওপেনার দিমুথ করুনারত্নেকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন অভিজ্ঞ ম্যাথিউস। ৫৭ রান করে করুনারত্নে আদিল রশিদের শিকার হলেও একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন ম্যাথিউস।

তিনি পঞ্চম উইকেটে আরেকটি বড় জুটি গড়েন রোশন সিলভাকে নিয়ে। এই জুটি যোগ করে ৭৩। আর ষষ্ঠ উইকেটে নিরোশান ডিকওয়েলাকে নিয়ে ৪৫ রানের জুটি গড়ে লঙ্কানদের লড়াইয়ে ফেরান তিনি।

ব্যক্তিগত ৮৮ রান করে তিনি মঈন আলীর বলে লেগবিফোরের শিকার হয়ে আউট হয়েছেন। এরপর দিলরুয়ান পেরেরাকেও (২) দ্রুতই হারিয়ে বসে শ্রীলঙ্কা। লঙ্কানদের ৭ উইকেটের ৪টিই নিয়েছেন জ্যাক লিচ।

আর ২টি উইকেট গেছে মঈন আলীর ঝুলিতে। আর আদিল রশিদ শিকার করেছেন ১টি উইকেট।

স্কোরঃ

টসঃ ইংল্যান্ড

ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৮৫ অলআউট (বাটলার ৬৩, স্যাম কুরান ৬৪); (দিলরুয়ান পেরেরা ৪/৬১)

শ্রীলংকা প্রথম ইনিংসঃ ৩৩৬ অলআউট (রোশান ৮৫, করুনারত্নে ৬৩); (লিচ ৩/৭০, রশিদ ৩/৭৫)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ৩৩৬ অলআউট (৮০.৪ ওভার); (রুট ১২৪, ফোকস .৬৫*, অ্যান্ডারসন.১২); (ধনঞ্জয়া ১১৫/৬, পেরেরা ৯৬/৩)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসঃ ২২৬/৭ (৬৫.২ ওভার); (করুনারত্নে ৫৭, ম্যাথিউস ৮৮, ডিকওয়েলা ২৭*); (জ্যাক লিচ ৭৩/৪, মঈন আলী ৬৫/২, আদিল রশিদ ৫২/২)