বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

বড় ইনিংস আসবেই, বিশ্বাস ছিল মুশফিকের

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 20:01 সোমবার, 12 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে চিটাগাং টেস্টে ৯২ রানের একটি ইনিংস খেলেছিলেন টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এরপর টানা ৯টি ইনিংসে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। 

তবে সেই মুশফিকই জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ফিরলেন দারুণভাবে। প্রথম ইনিংসে ব্যাট হাতে খেললেন অপরাজিত ২১৯ রানের একটি বাম্পার ইনিংস।  মূলত নিজের ওপরে থাকা আত্মবিশ্বাসের কারণেই সফলতার মুখ দেখেছেন মুশফিক।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে টাইগার উইকেটরক্ষক জানিয়েছেন বড় ইনিংস একটা সময় আসবে ভেবেই এতদিন থেকে খেলে আসছেন তিনি। শুধু তাই নয়, অর্ধশতককে শতকে রূপ দেয়ার মতো আত্মবিশ্বাসও ছিল তাঁর। মুশফিক বলেছেন,

'টেস্টে খুব খারাপ ছন্দে ছিলাম সেটা বলব না। হয়তো বড় রান আসে নি কিন্তু আমি জানতাম বড় ইনিংস ঠিকই এক সময় আসবে। একটু ভাগ্য আমার পক্ষে কথা বললেই একটা ফিফটিকে বড় একটা ইনিংসে পরিনত করতে পারব, এমন অনুভূতি ছিল। এই জায়গায় আমার একটু সমস্যা ছিল। সেটা ওভারকাম করে এই ইনিংসে জুড়ে সেটা কাজে লাগাতে পেরেছি।'

মুশফিক আরও যোগ করেন, 'নিজের ওপর অনেক বিশ্বাস ছিল, প্রস্তুতিটা অনেক ভাল ছিল। সেদিক থেকে অবশ্যই অনেক ভাল লাগছে। কারণ ডাবল সেঞ্চুরি সোজা কিছু নয়। আর মিরপুরের উইকেট, আপনারা জানেন যে কতটা আনপ্রেডিক্টেবল।'

মিরপুরের মাঠে এই প্রথমবারের মত শতকের দেখা পেলেন মুশফিক। তাই স্বাভাবিকভাবেই এটি ছিল তাঁর জন্য বিশেষ একটি মুহূর্ত। শুধু শতক হাঁকিয়েই অবশ্য ক্ষান্ত থাকেননি তিনি, ইনিংসটিকে রূপান্তরিত করেছেন দ্বিশতকেও। আর গড়েছেন প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দুটি দ্বিশতক হাঁকানোর বিশ্ব রেকর্ড। এই ইনিংসটিকে তাই স্পেশাল তকমাই দিলেন মুশফিক। বললেন,

'যে কোনো অর্জন আপনার ভালো লাগবে। মিরপুরের মাঠে এটা ছিল আমার প্রথম সেঞ্চুরি। আমি মনে করি, যে কোনো খেলোয়াড়ের জন্য এটা বিশেষ। আমার মনে হয় না, বাংলাদেশে এমন কোনো ক্রিকেটার আছে যে বলবে মিরপুরে তার প্রথম সেঞ্চুরি স্পেশাল না। এখানে সেঞ্চুরি করে আমি গর্বিত, এই ইনিংস আমার কাছে স্পেশাল। সেই জন্যই দেখা যে, কেমন লাগছে, সব ঠিক ঠাক আছে কি না।'