বাংলাদেশ- জিম্বাবুয়ে সিরিজ

তিনশ করাও সম্ভব এখনঃ মুশফিক

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:52 সোমবার, 12 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। তাঁর সামনে সুযোগ ছিল ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর। কিন্তু বাংলাদেশ দল ইনিংস ঘোষণা করার সময় ডানহাতি এই ব্যাটসম্যানকে থামতে হয়েছে দ্বিশতক হাঁকানোর সন্তুষ্টি নিয়েই। আর টেস্ট ক্রিকেটে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার দিন মুশফিক জানালেন, তিনশ রানের ইনিংস খেলাও সম্ভব টপ অর্ডার এই ব্যাটসম্যানদের পক্ষে।

নিজের উপরেও সেই বিশ্বাস আছে তাঁর যে এর চেয়েও বড় ইনিংস খেলতে পারবেন তিনি। দলের জন্য সামনে আরও বড় অবদান রাখতে চান মুশফিক। সেই সঙ্গে জানিয়েছেন, দ্বিশতকের কাছে গিয়ে ফিরে আসা মমিনুল হকও দ্রুত এই ক্লাবে প্রবেশ করবেন একটা সময়, 

'আমি আমার নিজের ভেতর এটা বিশ্বাস করি। প্রথমে যখন ২০০ করেছি, তখন মনে হয় নি এটা প্রথম বা আবার কবে আসবে। নিজের ওপর ওরকম বিশ্বাস ছিল না। এখন এটা পাওয়ার পর আমার বিশ্বাস একটু হলেও ফিরে এসেছে যে এরকম আরও বড় অবদান রাখতে পারব। আমার মনে হয় আমাদের টপ অর্ডারদের কারও জন্য এট অসম্ভব নয়। ইনশাল্লাহ মমিনুলের তাড়াতাড়ি আসবে, যখন এই ম্যাজিক ফিগার পেয়ে যাবে তখন সে আরও বড় কিছু করতে পারবে।'

এখন পর্যন্ত তিন বাংলাদেশী ব্যাটসম্যান টেস্টে ডাবল হান্ড্রেড করেছেন। বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন সব ফরম্যাটেই বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামেন বলে জানিয়েছেন মুশফিক। টেস্টে চল্লিশ, পঞ্চাশ রানের ইনিংস খেললে জয় পাওয়া যায় না বলে মনে করেন তিনি।

মুশফিকের চোখে বড় ইনিংস খেলার যে মানসিকতা সেটা দলের জন্য ভালো। নিজের সবার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের জন্য ব্যাট হাতে বেশী বেশী করে অবদান রাখার। সংবাদ সম্মেলনে মুশফিক আরও বলেন,  

'প্রতিটা ইনিংসে আমাদের চেষ্টা থাকে ভাল করার। কিন্তু আমাদের দ্রুত তিনটা উইকেট পড়ে গিয়েছিল। এরপর আমার, রিয়াদ ভাই, মমিনুলের দায়িত্ব ছিল, যেন দলকে একটা সেট জায়গায় নিয়ে যেতে পারি। আর দেখেন যদি ব্যাটিং উইকেট বলেন ইমরুল, মমিনুল, আমি আর রিয়াদ ভাই- এই চারজনের স্পেশাল দায়িত্ব যেন একটা বড় ইনিংস খেলি।

কারণ টেস্টে ত্রিশ, চল্লিশ কিংবা ফিফটিতে জেতা যায় না। অন্তত একশ, দেড়শ বা দুইশ হয়। আমাদের ট্রেন্ড শুরু হচ্ছে। আর আমাদের শেষ কয়েকটা ওয়ানডে ইনিংস দেখেন, আমরা বড় ইনিংস করার চেষ্টা করছি। অন্তত ১৪০ পর্যন্ত যাওয়ার চেষ্টা হচ্ছে। এটা ভালো একটা লক্ষণ। আমরা চেষ্টা করছি যত বেশি অবদান রাখা যায়।'