বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিশ্বাস ছিল জায়গা ফিরে পাবঃ মুশফিক

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 18:36 সোমবার, 12 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সাকিব; বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এবার সেই ইনিংস টপকে নতুন ইতিহাস লিখলেন মুশফিকুর রহীম।

জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। একসময় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড মুশফিকের দখলেই ছিল। সেই রেকর্ড আবার ফিরে পেয়ে দারুণ আনন্দিত মুশফিক।

"দুটি ইনিংসই আমার জন্য স্পেশাল। আর আমাদের তামিম, সাকিব ডাবল সেঞ্চুরি করেছে। এখন আমাদের একটা ধারা এসে গেছে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা ডাবল সেঞ্চুরি করতে পারে। অবশ্যই বিশ্বাস ছিল যে আমি আমার জায়গায়টা আবার ফিরে পাব। আমি মনে করি এটা হেলদি কম্পিটিশন। এটা প্লেয়ারদের মাঝে সবসময় থাকা খুবই জরুরী। কারণে এতে দলের সুবিধা হয়। সেদিক থেকে অবশ্যই ভাল লেগেছে।"

২০১৩ সালে লঙ্কানদের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক। সেই রেকর্ড তামিম ভেঙেছিলেন ২০১৫ সালে খুলনা টেস্টে ২০৬ রানের ইনিংস খেলে। তামিমের সেই রেকর্ডও অক্ষত থাকেনি বেশিদিন।

গতবছর সাকিব খেলেছিলেন ২১৭ রানের ইনিংস। এটাই গত এক বছর ধরে কোনো বাংলাদেশী ক্রিকেটারের সর্বোচ্চ রানের ইনিংস ছিল টেস্টে। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন মুশফিক।

মুশফিকের দারুণ এই ইনিংস নতুন চিন্তা ধারা তৈরি করে তার মনে। নিজের প্রিয় শটগুলো ছাড়াই এই ম্যারাথন ইনিংস খেলেছেন মুশফিক। এটাই বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে তার মনে। 

"আর আমি এই ইনিংসে কোন রকম ঝুঁকি না নিয়েই খেলেছি। এটা আমার কাছে বড় ফ্যাক্ট মনে হয়েছে। আমার যেগুলো প্রিয় শট, সেগুলো ছাড়াই যে আমি এত সহজে রান করতে পারি, এই বিশ্বাসটা এসেছে নিজের খেলার মধ্যে। পরের বার এমন হলে আমি সেই শটস গুলোতে ফিরতে পারব। এটা এই ইনিংসে বড় অর্জন ছিল।"