বাংলাদেশ- জিম্বাবুয়ে সিরিজ

খালেদকে নিয়ে স্টিভ রোডসের বড় স্বপ্ন

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:28 সোমবার, 12 নভেম্বর, 2018

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

অভিষিক্ত পেসার খালেদ আহমেদের টেস্ট ক্যারিয়ারের প্রথম বল, ছাড়লেন বাউন্স... ক্রিজে থাকা ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা মাথা নিচু করে বসে পড়লেন। বলটি তালুবন্দি করলেন মুশফিকুর রহিম। এরপরের ওভারে আবারও এলেন বোলিংয়ে, তৈরি করলেন উইকেটের সুযোগ। 

কিন্তু খালেদের দুর্ভাগ্য যে সুযোগটা স্লিপে কাজে লাগাতে পারেন নি বাংলাদেশ দল। ক্যাচ ছেড়েছেন আরিফুল, অভিষেকের দিনে উইকেট শূন্য থাকতে হয়েছে এই পেসারকে। তবে বল হাতে আগাম বার্তা জানিয়ে দিলেন প্রথম দিনই, গতি তুলেছেন ১৪০'র ঘরে।

টাইগারদের পক্ষে দিনের একমাত্র উইকেটটি পেয়েছেন তাইজুল ইসলাম। সেটাও মাসাকাদজার, যার উইকেট নিতে পারেন নি খালেদ। তারপরও খুশি মনে মাঠ ছেড়েছেন এই পেসার। অভিষেক ম্যাচে কাজ করেছে স্নায়ু চাপ, হাজারও স্বপ্ন নিয়ে মাঠে নামা এই পেসারকে নিয়ে বড় স্বপ্নই দেখছেন কোচ টিভ রোডস।

দ্বিতীয় দিন শেষে দলের হেড কোচ কথা বলেছেন আতাহার আলি খান এবং অ্যালিস্টার ক্যাম্বেলের সঙ্গে। জানিয়েছেন, মানসিক দিক দিয়ে শক্তিশালী খালেদ, বাংলাদেশের জন্য খুবই ভালো হয়েছে যে তাঁর মতো বোলার পেয়েছেন।

'এটা বাংলাদেশের জন্য খুবই ভালো যে খালেদের মতো বোলার পেয়েছে। সে মানসিক ভাবে শক্তিশালী, শিখতে এসেছে এখানে। তাঁর গতি আছে, উইকেটে জোড়ে আঘাত করতে পারে, বাউন্স পায়।

সে এমন বোলার যে দলের জন্য খেলে, আজ প্রথম ম্যাচ তাই একটু নার্ভাস ছিল। কষ্ট করছে সে বোলিংয়ে, আশা করছি বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে সে।' 

খালেদের অভিষেক টেস্টে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সিলেটের এই ছেলে চেয়েছিলেন টেস্ট অভিষেকটা ঘরের মাঠে হোক তাঁর। কিন্তু হয়েছে ঢাকার মাঠে, বাংলাদেশের ভালো অবস্থানে থাকা এই টেস্ট ম্যাচে। মুশফিকুর রহিমের দ্বিশকের বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে ৪৯৭ রানে। 

এদিকে গত জুলাই-আগস্ট মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের টেস্টের ব্যর্থতার পর দেশে ফিরে দীর্ঘদেহী ফাস্ট বোলারের চাহিদার কথা জানিয়েছিলেন কোচ স্টিভ রোডস। ঘরের বাইরে টেস্ট ক্রিকেটে সাফল্যের ছক আঁকতে চান এই ইংলিশম্যান। রোডস জানিয়েছিলেন, 

'আমাদের যথেষ্ট বোলার রয়েছে। তবে টেস্ট ম্যাচের জন্য আমাদের কয়েকজন দ্রুত ও দীর্ঘদেহী বোলার খুঁজে বের করতে হবে, যারা উইকেটে জোরে আঘাত করে সুবিধা আদায় করে নিতে পারবে...যেমনটা উইন্ডিজ বোলাররা করে দেখিয়েছে,'